এমবিবিএস প্রথম বর্ষের মাইগ্রেশনের তালিকা প্রকাশ সোমবার

ক্লাস করছেন শিক্ষার্থীরা
ক্লাস করছেন শিক্ষার্থীরা  © ফাইল ফটো

আগামী সোমবারের (২৯ নভেম্বর) মধ্যে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া মেডিকেল শিক্ষার্থীদের প্রথম মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হবে। এ সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমবিবিএস প্রথম বর্ষের প্রথম মাইগ্রেশন সম্পন্ন করতে একটি তালিকা তৈরি করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। তালিকাটি অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দেখার পর প্রকাশ করা হবে।

সূত্র আরও জানায়, প্রথম মাইগ্রেশনের সাথে অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এজন্য শূন্য হওয়া আসনগুলোর পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হয়েছে। আগামীকাল রোববার (২৮ নভেম্বর) অথবা সোমবার (২৯ নভেম্বর) এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা শনিবার (২৭ নভেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এমবিবিএস প্রথম বর্ষের প্রথম মাইগ্রেশন করতে আমরা প্রস্তুত। রবিবার অথবা সোমবার মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হবে। মাইগ্রেশনের সাথে অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তিও শুরু হবে।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় এক লাখ ১৬ হাজার ৭৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। গত ৪ এপ্রিল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় পাস করেন ৪৮ হাজারের বেশি শিক্ষার্থী।


সর্বশেষ সংবাদ