ঢাবির মেডিকেল কলেজগুলোর ফাইনাল প্রফেশনাল পরীক্ষা © ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা কয়েক দফা পেছানোর পর অবশেষে শুরু হয়েছে।
আজ রোববার (৮ আগস্ট) সকাল আটটায় প্রত্যেক মেডিকেলের পরীক্ষা নিজ নিজ ক্যাম্পাসে শুরু হয়। ঘোষিত সময়সূচি অনুযায়ী দুপুর একটা পর্যন্ত এ পরীক্ষা চলে।
গত ১৭ জুলাই ফাইনাল প্রফেশনাল পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী স্বাক্ষরিত ওই রুটিন অনুযায়ী, আগামী ১৭ আগস্ট পর্যন্ত এ পরীক্ষা চলবে।
আগামী ২১ আগস্ট ওপসি পরীক্ষা এবং ৩১ আগস্ট মৌখিক ও প্রায়োগিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২৬ জুন করোনা সংক্রমণ রোধে সারাদেশে কঠোর লকডাউনের কারণে ঢাবির এমবিবিএস ফাইনাল প্রফেশনালের নভেম্বর ২০২০ এর নতুন সিলেবাস ও জানুয়ারি ২০২১ এর পুরাতন সিলেবাসের লিখিত পরীক্ষা ১৪ দিনের জন্য স্থগিত করা হয়। এ নিয়ে চতুর্থ দফায় পিছিয়ে যায় স্বাস্থ্য সেবার সনদ গ্রহণের এ পরীক্ষা।