সংক্রমণের তীব্রতা আবারো বাড়তে শুরু করেছে: ভিসি

২১ জুন ২০২১, ০৮:৪৩ AM
উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ

উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ © ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণের তীব্রতা আবারো বাড়তে শুরু করেছে বলে সতর্ক করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। রবিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, দেশে করোনা ভাইরাস সংক্রমণের তীব্রতা আবারো বাড়তে শুরু করেছে। এ অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

তিনি বলেন, করোনা প্রতিরোধে টিকা নিলেও অবশ্যই প্রত্যেককে পরিষ্কার-পরিচ্ছন্ন মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে ও প্রয়োজন মতো হাত ধুতে হবে।

পড়ুন: করোনার তৃতীয় ঢেউ আসছে

এদিকে, বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আজ সোমবার থেকে আবারো শুরু হচ্ছে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকাদান কার্যক্রম।

উপাচার্য বলেন, সোমবার সকাল সাড়ে ৯টা থেকে এই টিকাদান কার্যক্রম শুরু হবে। যারা সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেও এখন পর্যন্ত এক ডোজও টিকা নিতে পারেননি তারাই এই টিকা নিতে পারবেন।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে গত ২৫ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৪ হাজার ৫ শত ৬৪ জন।

স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার
  • ২৩ জানুয়ারি ২০২৬
বাইরের মানুষ কালীগঞ্জকে শোষণ করতে চাইছে: স্বতন্ত্র প্রার্থী…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
আমি শাসক বা প্রশাসক হতে আসিনি, আপনাদের সেবক হতে এসেছি: ডা. …
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের আগে ও পরে অনলাইনে নজরদারি করবে সিআইডি
  • ২৩ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছি…
  • ২৩ জানুয়ারি ২০২৬