ফরিদপুর মেডিকেল কলেজের নাম এখন ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ’

১৮ মার্চ ২০২১, ১২:৩২ AM

© ফাইল ফটো

ফরিদপুর মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ’ এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল’ নামকরণ বুধবার (১৭ মার্চ) থেকে কার্যকর হয়েছে।

এদিন বিকাল ৩টায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এমপি আব্দুর রহমান প্রধান অতিথি হিসেবে এ ফলক উন্মোচন করেন।

এর আগে ওই কলেজের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন তিনি। কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যাম শামসুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাব বোস প্রমুখ।

কলেজের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিনের কর্মসূচি গ্রহণ করে কলেজ কর্তৃপক্ষ।

কর্মসূচির মধ্যে ছিল অ্যালামনাইদের সাথে অভ্যর্থনা কমিটির সাক্ষাৎ ও কিটস বিতরণ, বুধবার সকাল ১০টায় বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটা, জাতীয় পতাকা উত্তোলন, প্রতি ব্যাচের পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে দেয়া, অ্যালামনাইদের ব্যাচভিত্তিক আড্ডা, স্মৃতিচারণ ও সংস্কৃতিক অনুষ্ঠান, অ্যালামনাই এসোসিয়েশনের এজিএম ও কলেজ কর্তৃপক্ষের সাথে পরিচিতি, একক সংগীত সন্ধ্যা ও ব্যান্ড শো।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুযারি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ কলেজ ও হাসপাতালের এ নতুন নামকরণের অনুমোদন চেয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এর কাছে আবেদন করেন।

গত ১২ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এ প্রস্তাবের অনুমোদন দেয়।

‘ভারত থেকে খেলা সরিয়ে নেওয়ার দাবি যৌক্তিক’
  • ২৩ জানুয়ারি ২০২৬
হামিমের নেতৃত্বে ঢাবিতে ছাত্রদলের ধানের শীষের প্রচারণা মিছিল
  • ২৩ জানুয়ারি ২০২৬
কাউকে আঘাত নয়, বাস্তবভিত্তিক কর্মসূচি নিয়ে জনগণের সামনে যান…
  • ২৩ জানুয়ারি ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু ২৫ জানুয়ারি
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াতে ইসলামীর সঙ্গে ‘বন্ধুত্ব’ করতে চায় যুক্তরাষ্ট্র
  • ২৩ জানুয়ারি ২০২৬
বিএমডিসি ডিগ্রিটা সম্পর্কে ওয়াকিবহাল ছিল না: বন্ধ্যাত্ব বিশ…
  • ২৩ জানুয়ারি ২০২৬