চমেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ

০৪ মার্চ ২০২১, ১০:৫২ PM

© ফাইল ফটো

চট্টগ্রাম মেডিকেল কলেজেস (চমেক) শিক্ষার্থীদের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। কর্তৃপক্ষ বলছে, ‘পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আপাতত কলেজের মধ্যে সকল ধরনের মিছিল-মিটিং ও রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে’।

গত মঙ্গলবার কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া এবং কক্ষ ভাঙচুরের ঘটনার পর বুধবার কলেজের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। আজ বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) এ বিষয়ে আদেশ জারি করে প্রশাসন।

আদেশে বলা হয়েছে, যেসব ইন্টার্ন চিকিৎসক ছাত্রাবাস/ছাত্রীনিবাসে অবস্থান করছেন তাদের সিট ছেড়ে দিতে হবে। বিশ্ববিদ্যালয় মে’২০ ও জুলাই’২০ পরীক্ষার্থী ছাড়া অন্যদের ৪ মার্চের মধ্যে হোস্টেল ত্যাগ করতে হবে। ৫ম বর্ষের ব্লক পোস্টিং এ যারা অধ্যয়নরত রয়েছেন কলেজ একাডেমিক কো-অর্ডিনেটর বরাবরে মুচলেকা দিয়ে হোস্টেলে অবস্থান করার অনুমতি গ্রহণ করতে হবে। হোস্টেলে অবস্থানকারী ছাত্রছাত্রীরা পরীক্ষার প্রবেশপত্র কিংবা মুচলেকা কলেজ কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখতে চাইলে তা দেখাতে হবে।

পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত চমেক ও সংশ্লিষ্ট এলাকায় মিটিং, মিছিল, সভা, সমাবেশ করতে নিষেধ করা হয়েছে। আদেশটি ৩ মার্চ থেকে কার্যকর করা হয়েছে বলে উল্লেখ রয়েছে অফিস আদেশে।

এর আগে গত মঙ্গলবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চমেকের প্রধান ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১২টি কক্ষ ভাঙচুর করা হয়। ঘটনায় লিপ্ত হওয়া দু’গ্রুপের একটি অংশ শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও অপরটি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

চট্টগ্রাম মেডিকেল কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা. সাহেনা আক্তার বলেন, বৈশ্বিক মহামারীর কারণে যেহেতু কলেজ বন্ধ তাই একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং কলেজ না খোলা পর্যন্ত মিছিল মিটিংসহ সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড আপাতত নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এসব কর্মকাণ্ড বন্ধ থাকবে।

বিইউএফটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট-২০২৬ অনুষ্ঠিত
  • ১৪ জানুয়ারি ২০২৬
কুয়েটে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু
  • ১৪ জানুয়ারি ২০২৬
হ্যাঁ, সত্য এটাই— ১১ দলের সমঝোতা ভেঙে যাচ্ছে
  • ১৪ জানুয়ারি ২০২৬
চবিতে নিয়োগে অনিয়ম-স্বজনপ্রীতির অভিযোগ, ক্যাম্পাসে দুদক
  • ১৪ জানুয়ারি ২০২৬
শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরিতে টেলিটক-মাউশির চুক্তির দিনক…
  • ১৪ জানুয়ারি ২০২৬
বগুড়াকে নিজেদের আদি দুর্গ দাবি জামায়াতের, ব্যালটে জবাব দিতে…
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9