কুয়েটে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু

১৪ জানুয়ারি ২০২৬, ০১:৪৮ PM
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃক আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি গাইডলাইন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন জমাদানের শেষ সময় আগামী এপ্রিল মাসের শেষ পর্যন্ত এবং স্নাতকোত্তর প্রোগ্রামের ক্ষেত্রে জুন ২০২৬-এর শেষ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য কুয়েটের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদন পদ্ধতি
ভর্তিচ্ছু বিদেশি শিক্ষার্থীদের সরাসরি কুয়েটে আবেদন করার সুযোগ নেই। আবেদনকারীদের নিজ নিজ দেশের বাংলাদেশ দূতাবাস বা হাইকমিশনের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। সংশ্লিষ্ট দূতাবাস আবেদন যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সরকারি অনুমোদনের পর তা কুয়েটের রেজিস্ট্রার দপ্তরে প্রেরণ করবে।

আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ ও সাম্প্রতিক তোলা সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি সংযুক্ত করতে হবে। আবেদন গ্রহণের পর কুয়েটের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি কমিটি মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের নির্বাচন করবে।

স্নাতক পর্যায়ের যোগ্যতা
বিদেশি শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান (জিসিই ‘ও’ ও ‘এ’ লেভেল) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম ৩.৫০ জিপিএ (৫.০০ স্কেলে) এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে ন্যূনতম ‘এ’ গ্রেড বা ৬৫ শতাংশ নম্বর থাকতে হবে।

বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য জীববিজ্ঞানে নির্ধারিত মান অর্জন বাধ্যতামূলক। এ ছাড়া আর্কিটেকচার বিভাগে ভর্তির ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ড্রইং বিষয়ে পূর্ব অভিজ্ঞতা বা কোর্স সম্পন্ন থাকতে হবে।

স্নাতকোত্তর ও উচ্চতর ডিগ্রি
M.Sc. Engineering, MURP ও M.Sc. প্রোগ্রামে ভর্তির জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি ও নির্ধারিত সিজিপিএ থাকতে হবে। এছাড়া পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত বিভাগে M.Phil. ও Ph.D. প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রেও কঠোর একাডেমিক যোগ্যতা ও গবেষণা সক্ষমতা মূল্যায়ন করা হবে।

বিশেষ ক্ষেত্রে, কুয়েটে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের থিসিস অগ্রগতির ভিত্তিতে Ph.D. প্রোগ্রামে স্থানান্তরের সুযোগ রাখা হয়েছে।

আসনসংখ্যা
একটি শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১০০টি আসন নির্ধারিত থাকবে, যেখানে প্রতি বিভাগে সর্বোচ্চ ১০ জন ভর্তি হতে পারবেন। স্নাতকোত্তর পর্যায়ে মোট আসনসংখ্যা ৫০টি এবং প্রতি বিভাগে সর্বোচ্চ ৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

ফি ও অন্যান্য ব্যয়
সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের ক্ষেত্রে ফি বাংলাদেশ সরকারের বিধি অনুযায়ী নির্ধারিত হবে। সার্কবহির্ভূত দেশের শিক্ষার্থীদের ভর্তি ফি হিসেবে ১৫০ মার্কিন ডলার এবং প্রতি টার্মে কোর্স রেজিস্ট্রেশন ফি হিসেবে ৩০০ মার্কিন ডলার বা সমপরিমাণ টাকা পরিশোধ করতে হবে। অন্যান্য ফি স্থানীয় শিক্ষার্থীদের মতোই প্রযোজ্য হবে।

কুয়েট কর্তৃপক্ষ আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা পরিবেশ আরও সমৃদ্ধ হবে।

পরিচালক নাজমুল ইসলামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল বিস…
  • ১৫ জানুয়ারি ২০২৬
ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুই চালক গুরুতর আহত
  • ১৫ জানুয়ারি ২০২৬
১১ দলীয় জোট ভেঙে হচ্ছে ১০ দলের জোট?
  • ১৫ জানুয়ারি ২০২৬
র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • ১৫ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন স্নাতক পাসেই
  • ১৫ জানুয়ারি ২০২৬
হাদিকে নিয়ে স্ত্রী রাবেয়ার ফেসবুক পোস্ট ভাইরাল, যা লিখলেন
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9