অধ্যাপক ডা. শাদরুল আলম © সংগৃহীত
সেন্টার ফর মেডিকেল এডুকেশনের (সিএমই) পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ শাদরুল আলমকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত ২৯ ডিসেম্বর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তার নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হল। প্রজ্ঞাপনে প্রথিতযশা শিশু সার্জন অধ্যাপক শাদরুল আলমকে আজ বৃহস্পতিবারের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়।
এর আগে অধ্যাপক শাদরুল আলম সেন্টার ফর মেডিকেল এডুকেশন বা চিকিৎসা শিক্ষা কেন্দ্রের (সিএমই) পরিচালকের দায়িত্ব পালন করছিলেন, যা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ একটি সংস্থা। সংস্থাটি বাংলাদেশে স্বাস্থ্য শিক্ষার পাঠ্যসূচি প্রণয়ন এবং পেশাজীবী স্বাস্থ্য শিক্ষক ও কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে।