দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মেডিকেল শিক্ষার্থীদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ নভেম্বর ২০২০, ০২:৫৩ PM , আপডেট: ০৫ নভেম্বর ২০২০, ০৪:৫৭ PM
চলমান করোনা পরিস্থিতির মধ্যে সেশনজট নিরসনসহ চার দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এক্ষেত্রে দাবি মানার জন্য আগামী ৮ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তারা।
আজ বৃহস্পতিবার(৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন শাকিল আহমেদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এ কথা জানান আন্দোলনকারীরা।
এতে দাবিগুলোর মধ্যে রয়েছে করোনাভাইরাস মহামারীর মধ্যে প্রফ পরীক্ষা না নেওয়া, সেশনজট নিরসন করে যথাসময়ে কোর্স সম্পন্ন করার ব্যবস্থা, বেসরকারি মেডিকেল কলেজে ৬০ মাসের বেশি বেতন না নেওয়া ও মহামারীর সময় পরীক্ষা দিতে গিয়ে আক্রান্ত হলে দায়ভার কর্তৃপক্ষকে নেওয়ায় দাবি জানিয়ে আসছেন তারা।
ডিন শাকিল আহমেদের সঙ্গে ৫০জন শিক্ষার্থী দেখা করার পর তারা সাংবাদিকদের জানান, ডিন-এর কাছ থেকে তারা আশানুরূপ কোনো কথা জানতে পারেননি।
শিক্ষার্থীদের পক্ষে একটি সরকারি মেডিকেল কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী বলেন, ৮ নভেম্বর পরীক্ষার বিষয়ে একটি নোটিশ দেওয়ার কথা। সেই নোটিশে যদি শিক্ষার্থীদের দাবি মানা না হয় তাহলে পরবর্তী আন্দোলনের কর্মসূচি দেওয়ার হবে।
শিক্ষার্থী বলেন, আগামী ৮ নভেম্বর আমাদের মিটিং, সেখানে আমাদের চার দাবির একটি দাবিও যদি পুরো কিংবা আংশিক অসম্পূর্ণ থাকে তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব। এবং সেইসাথে আমাদের একটি লিখিত নোটিশও দিতে হবে৷
তবে শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের আস্থা থাকার কারণে তারা এখনও কঠোর কর্মসূচি দিচ্ছেনা তবে আগামী ৮ নভেম্বরের মধ্যে দাবিগুলো মানা না হলে অবশ্যই কঠোর কর্মসূচিতে যাবেন বলে জানানো হয়েছে।