জনগণের কাছে দায়বদ্ধ মেডিক্যাল শিক্ষার্থীরা: স্বাস্থ্যমন্ত্রী

২৪ জানুয়ারি ২০২০, ০৫:১৫ PM

© ফাইল ফটো

মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা জনগণের কাছে দায়বদ্ধ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি বলেছেন, জনগণের ট্যাক্সের টাকায় মেডিক্যাল কলেজের স্থাপনা যেমন গড়ে উঠছে তেমনি ট্যাক্সের টাকায় শিক্ষার্থীদের পড়াশোনার ব্যয় নির্বাহ হচ্ছে শিক্ষার্থীদের মনে রাখতে হবে ভালমানের ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে হবে। সেবার মনমানসিকতা নিয়ে চিকিৎসক হতে হবে।

শুক্রবার মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিক্যাল কলেজের একাডেমি ভবন, ছাত্র-ছাত্রীদের পৃথক হোস্টেল উদ্বোধন এবং ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লেকচার গ্যালারিতে ৬ষ্ঠ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, কিছু দিনের মধ্যে সারাদেশে মেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হবে। এটা স্বাস্থ্যসেবার নতুন উদ্যোগ। জেলা হাসপাতাল ও সরকারি মেডিক্যাল কলেজগুলোতে মাল্টিপারপাস ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া রয়েছে। পাইলট প্রকল্প হিসেবে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিক্যাল কলেজকে বেছে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন সারাদেশের হাসপাতালগুলোতে পাবলিক টয়েলেট নির্মাণ করা হবে। পুরোনো ৮টি মেডিক্যাল কলেজ হাসপাতালে আধুনিক ভবন নির্মাণ করা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, কর্নেল মালেক মেডিক্যাল কলেজের প্রকল্প পরিচালক ডাক্তার দেলোয়ার হোসেন, ডাক্তার শিশির রঞ্জন দাস, ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ইসরাত জাহান মুন, মো. ওয়ালি উল্লাহ।

এর আগে মন্ত্রী জাহিদ মালেক স্বপন কর্নেল মালেক মেডিক্যাল কলেজের একাডেমি ভবন ও ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক দুটি হোস্টেল উদ্বোধন করেন।

তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স
  • ২৩ জানুয়ারি ২০২৬
দেশ পুনর্গঠনে গণতন্ত্র চাই : তারেক রহমান
  • ২৩ জানুয়ারি ২০২৬
গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি’র
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল!
  • ২৩ জানুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্বরস্বতী পূজা উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬