মেডিকেলে প্রথম হবো স্বপ্নেও ভাবিনি: সুশোভন বাছাড়

১৯ জানুয়ারি ২০২৫, ০৭:২৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
সুশোভন বাছাড়

সুশোভন বাছাড় © টিডিসি সম্পাদিত

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৫ হাজার ৩৭২ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। আজ রবিবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার পর এ ফল প্রকাশ করা হয়।

এবারের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন সুশোভন বাছাড়। খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সুশোভনের মোট প্রাপ্ত নম্বর ৯০.৭৫।

প্রথম হওয়ার খবরে উন্মেষকে দেয়া এক ফেসবুক লাইভ সাক্ষাৎকারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন সুশোভন। তিনি বলেন, আমার খুবই টেনশন হচ্ছিলো আসলে, ডিএমসি (ঢাকা মেডিকেল কলেজ) আসবে কি না, খুবই টেনশনে ছিলাম। তবে, এরমকম যে রেজাল্ট আসবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। 

তিনি বলেন, যখন আমি রেজাল্ট দেখলাম, তখন আমি স্বাভাবিক ছিলাম। প্রথমে আমি সেটি (রেজাল্ট) বিশ্বাস করিনি। আমি অন্তত ৩/৪ বার রিফ্রেশ করে সার্ভারে সার্চ দিয়ে দেখেছি যে, আমি ফার্স্ট কী না। তারপরে মা রেজাল্ট দেখেছে, মায়ের রিঅ্যাকশনটা এমন ছিল... মা এমনভাবে কেঁদে দিয়েছে, সেই সাথে আমাকে জড়িয়ে ধরেছে, সেসময় আমিও অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম। 

তিনি আরও বলেন, সর্বপ্রথম সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। বাবা মায়ের যে অনুভূতি ছিল সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। শিক্ষকদেরও প্রতি কৃতজ্ঞতা, তারা অনেক কেয়ারফুল ছিল। ক্লাস থ্রি থেকেই ডাক্তার হওয়া আমার খুবই ইচ্ছা ছিল। শিক্ষকরা ছোট থেকেই আমাকে অনুপ্রেরণা দিয়েছেন এবং আমাকে সবসময় সাহায্য করেছেন। 

প্রসঙ্গত, এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী এক লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ৬০ হাজার ৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। ভর্তি পরীক্ষার পাস নম্বর ৪০। অংশগ্রহণকারী ১ লক্ষ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ৬০ হাজার ৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ছিল ২২ হাজার ১৫৯ জন যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৩৬ দশমিক ৮৭ শতাংশ। উত্তীর্ণ মেয়ে পরীক্ষার্থী সংখ্যা ৩৭ হাজার ৯৩৬ জন যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৬৩ দশমিক ১৩ শতাংশ। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০ দশমিক ৭৫। 

সরকারি হলো আরও একটি স্কুল
  • ১৪ জানুয়ারি ২০২৬
বিপিএল নিয়ে ‘অত্যন্ত কৌতূহলী’ পাকিস্তানি ক্রিকেটাররা
  • ১৪ জানুয়ারি ২০২৬
নির্ধারিত সময়ে শাকসুর নির্বাচন দাবিতে প্রার্থীদের স্মারকলিপি
  • ১৪ জানুয়ারি ২০২৬
রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত পাংশা মহিল…
  • ১৪ জানুয়ারি ২০২৬
পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭
  • ১৪ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশের সম্ভাব্য সময় জানাল এনটিআরসিএ
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9