নার্সিং কাউন্সিলের নতুন রেজিস্ট্রার হালিমা আক্তার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৯ PM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৬ PM
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) নতুন রেজিস্ট্রার পদে ঢাকা নার্সিং কলেজের অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) হালিমা আক্তারকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রবিবার (২২ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নার্সিং শিক্ষা শাখার সিনিয়র সহকারী সচিব শাহ্ নুসরাত জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন ২০১৬ এর ধারা- (১) ও ৭(৪) অনুযায়ী হালিমা আর অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত), ঢাকা নার্সিং কলেজ-কে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল। (বিএনএমসি)-এর রেজিস্টারের সাময়িক দায়িত্ব নির্দেশক্রমে প্রদান করা হলো।
আরও বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।