ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান, ওসমানী মেডিকেলের ১৯ শিক্ষার্থীকে শাস্তি

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ  © ফাইল ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ১৯ শিক্ষার্থী শাস্তি দিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্ত্তী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শাস্তি পাওয়া ১৯ শিক্ষার্থী হলেন- ওসমানী মেডিকেলের ৫৪তম ব্যাচের হামিম উর রহমান, ৫৭তম ব্যাচের শেখ তাকরিম বিন আমির, ৫৮তম ব্যাচের রুদ্র নাথ, ৫৮তম ব্যাচের হিমালয় দেব সৌরভ, ৫৮তম ব্যাচের মুনতাসির সালেহিন, বিডিএস নবমতম ব্যাচের ফারদীন হাসান নিশাদ, ৫৮তম ব্যাচের ফারহান আলী, ৫৮তম ব্যাচের মারুফ মোস্তাকিম, ৫৯তম সৌমিক সাজিদ, ৫৯তম ব্যাচের রকিবুল ইসলাম রায়হান, ৫৯তম ব্যাচের সৈয়দ আরমান উদয়, ৫৯তম ব্যাচের নাজমুল হোসেন ভূঁইয়া, ৬০তম ব্যাচের শাহরিয়ার নবীন, ৬০তম ব্যাচের আহনাফ তাহমিদ রুবাইয়াত, ৬০তম ব্যাচের সাইদুল ভূঁইয়া সিয়াম, ৬০তম ব্যাচের সানাউল হক সানী, ৬০তম ব্যাচের হাসিবুল হোসেন সাদী, ৬০তম ব্যাচের জান্নাতুল ফেরদৌস ইশিতা।

এদের মধ্যে ১৭ জনকে হলে আজীবনের জন্য অবাঞ্চিত ও তিন মাসের বহিস্কারাদেশসহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এছাড়া ফারহান আলী ও মারুফ মোস্তাকিমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষার্থীদের কেউ রিভিউ করতে চাইলে তাঁর জন্য ডিসিপ্লিনারী কমিটির সভাপতি বরাবর আবেদন করতে হবে’।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence