৬ ঘন্টা পরও অবরুদ্ধ বিএসএমএমইউ উপ-উপাচার্য

২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৬ PM

চাকরিপ্রার্থীদের তোপ থেকে ছয় ঘন্টাতেও অবরোধ মুক্ত হননি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) দুই উপ-উপাচার্যসহ চার কর্মকর্তা। বুধবার রাত পৌনে নয়টায় এ রিপোর্ট লেখার সময় ওই চারজন অবরুদ্ধ অবস্থায় ছিলেন উপ-উপাচার্যের কক্ষে। এর আগে তাদের বেলা তিনটায় এই কক্ষে অবরোধ করেন চাকরিপ্রত্যাশী চিকিৎসকরা। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া  গণমাধ্যমের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্ভবত চাকরিপ্রত্যাশীরা তাদের অবরোধ করেছেন।

জানা যায়, গতকাল মঙ্গলবার বিএসএমএমইউর সিন্ডিকেট সভায় ২০০ জন চিকিৎসকের নিয়োগ স্থগিত করা হয়। মেডিকেল অফিসার পদে নিয়োগের লিখিত ওই পরীক্ষা অনিবার্য কারণবশত সাময়িকভাবে স্থগিত করা হয় বলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। মূলত এর প্রতিবাদেই চিকিৎসকদের আন্দোলন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১২টার দিক থেকে প্রায় চার শতাধিক চাকরি প্রত্যাশী ক্যাম্পাসে জড়ো হয়ে মিছিলসহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এক পর্যায়ে বেলা ২টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্লকে যায় এবং উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে দ্রুত নিয়োগের দাবিতে স্লোগান দিতে থাকে। এসময় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া তার কার্যলয়ে না থাকায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমানের কার্যালয় অবরুদ্ধ করে।

BSMMU-2018-09-26-20-39-23

অবরোধ করে বিক্ষোভরত চাকরিপ্রার্থী চিকিৎসকদের একাংশ

বিক্ষোভকারী চিকিৎসকদের কয়েকজন বলেন, এখানে দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ রয়েছে। বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন সময়ে কিছু কিছু নিয়োগ হলেও সেগুলো অনিয়মতান্ত্রিকভাবে তদবিরের মাধ্যমে হয়েছে। তাই ২০১৬ সাল থেকে নতুনদের নিয়োগের জন্য দাবি জানানো হচ্ছে। কিন্তু কোন কাজ হচ্ছিল না।

অবশেষে ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর স্বাচিপের চাকরিপ্রত্যাশী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে অধ্যাপক কামরুলের আলোচনা হয়। এ সময় তিনি তাদের আশ্বস্ত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে প্রশাসনের সিদ্ধান্ত অনুসারে ২০০ চিকিৎসক নিয়োগের পূর্বসিদ্ধান্ত রয়েছে। দুই সপ্তাহের মধ্যে নিয়োগের জন্য বিজ্ঞাপন দেয়া হবে। এরপর ২০১৭’র অক্টোবর মাসের ১ তারিখে ২০০ জন মেডিকেল অফিসার চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে মেডিকেল অফিসার পদে ১৮০ জন এবং মেডিকেল অফিসার (ডেন্টাল সার্জারি পদে ২০ জনকে নিয়োগের বিষয় উল্লেখ করা হয়।

চলতি মাসের ২৭ সেপ্টেম্বর নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু অদৃশ্য কারণে ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার নিয়োগ পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। তাই আমরা বিক্ষোভ করছি।

সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ বলেন, যারা অবরুদ্ধ করেছে তারা চিকিৎসক, আমাদের ছাত্র। তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

সনাতন ধর্মাবলম্বী-বিএনপি নেতাকর্মীসহ দুই শতাধিক লোকের জামায়…
  • ২৪ জানুয়ারি ২০২৬
চাঁদপুরে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক গ্রেপ্তার
  • ২৪ জানুয়ারি ২০২৬
সন্ত্রাস-চাঁদাবাজ ছাড়া সবাইকে ১০ দলীয় জোটে আসার আহ্বান হান্…
  • ২৪ জানুয়ারি ২০২৬
সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
  • ২৪ জানুয়ারি ২০২৬
গণঅধিকার পরিষদের এক প্রার্থীর মনোনয়ন পুনর্বহাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ার ছোড়াছুড়ি
  • ২৪ জানুয়ারি ২০২৬