ভিসির শেষ সময়ে চাকরি স্থায়ীকরণ নিয়ে বিএসএমএমইউতে উত্তেজনা

১৬ মার্চ ২০২৪, ০৩:২৭ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫১ PM
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিভিন্ন সময় এডহকে নিয়োগ দেওয়া ব্যক্তিদের নিয়মনীতির তোয়াক্কা না করে স্থায়ীকরণের অভিযোগে চিকিৎসকদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

আজ শনিবার হাতাহাতির এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। বিশ্ববিদ্যালয়টিতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এর আগে বৃহস্পতিবারও একই বিষয়কে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও বিশ্ববিদ্যালয় স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতাদের একাংশের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের নিয়ম না মেনে গত তিন বছরে চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন পদে প্রায় দুই হাজার জনকে এডহকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২৮ মার্চ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের মেয়াদ শেষের আগেই তিনি আবার নিয়ম ভেঙে অর্থের বিনিময়ে নিয়োগ পাওয়া এসব ব্যক্তিদের চাকরি স্থায়ীকরণ করতে যাচ্ছেন বলেও অভিযোগ তাদের।

তাদের দাবি, বর্তমান উপাচার্যের মেয়াদ শেষ হতে চলেছে। ইতোমধ্যে উপাচার্য হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ীকরণ কমিটির মতামত না নিয়ে তড়িঘড়ি করে স্থায়ীকরণের জন্য ভাইভা নিচ্ছেন বর্তমান উপাচার্য, যা সম্পূর্ণ অবৈধ।

চাকরি স্থায়ীকরণের লক্ষ্যে গোপনে কোনো ভাইভা নেওয়া হচ্ছিলো এমন বিষয় অস্বীকার করেন। গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, একটা পরীক্ষা নেওয়া হয়েছে, ফলাফল আজ প্রকাশের কথা ছিল। যেহেতু এটা নিয়ে একটি পক্ষ আন্দোলন করছে এবং আমার সব কার্যক্রম বন্ধ করার দাবি জানিয়েছে। আমিও সবকিছু বন্ধ করে দিয়েছি।

কত পদের বিপরীতে ৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি দিল মন্ত্রণা…
  • ০৪ জানুয়ারি ২০২৬
২০২৫ সালে সড়কে ৯১১১ প্রাণহানি
  • ০৪ জানুয়ারি ২০২৬
আয়রন সমৃদ্ধ খাবার খেলেও উপকার মিলছে না? ভুল করছেন যেখানে
  • ০৪ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে ছাত্র ইউনিয়নের বিবৃ…
  • ০৪ জানুয়ারি ২০২৬
আগামী ৫ দিন শীতের তীব্রতা কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস
  • ০৪ জানুয়ারি ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে ববি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
  • ০৪ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!