শের-ই-বাংলা মেডিকেলের ছাত্রী হলে র‌্যাগিং ঘটনা তদন্তে কমিটি

২৭ আগস্ট ২০২৩, ১০:৩৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৯ PM
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ © ফাইল ছবি

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রী হলে র‌্যাগিংয়ের ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার (২৭ আগস্ট) বিকেলে ওই কমিটি গঠন করা হয় বলে জানান কলেজের উপাধ্যক্ষ জিএম নাজিমুল হক।

তিনি জানান, কলেজ অধ্যক্ষ ডা. ফয়জুল বাশার ঘটনা তদন্তে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন। কমিটিতে অধ্যাপক উত্তম কুমার সাহাকে প্রধান করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির অপর তিন সদস্য হলেন-সাংবাদিকদের ওপর হামলা করা প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক প্রবীর কুমার সাহা, প্রভাষক আনিকা ইসলাম ও জহিরুল ইসলাম।

জানা যায়, কলেজের ছাত্রী হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রভা ও সহ-সম্পাদক জুঁই মিলে এক ছাত্রীকে গত ২৩ আগস্ট রাতে রুমে আটকে রেখে র‌্যাগিংয়ের নামে মানসিক নির্যাতন করে। নির্যাতনের এক পর্যায়ে ছাত্রী অজ্ঞান হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল শনিবার (২৬ আগস্ট) ছাত্রী ও তার মা অধ্যক্ষের কক্ষে বিচার চেয়ে অভিযোগ দিতে যায়।

এ সময় সাংবাদিকরা তাদের বক্তব্য নিতে গেলে কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক ডা. সৈয়দ বাকী বিল্লাহ ও প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. প্রবীর কুমার সাহা সাংবাদিকদের  চড়-থাপ্পর, ধাক্কা ও পরে চেয়ার দিয়ে পিটিয়েছে। পরে কলেজ অধ্যক্ষ ফয়জুল বাশার পুলিশ ও সাংবাদিক নেতাদের উপস্থিতিতে বিষয়টি সমঝোতা হয়।

এ ঘটনার পর বিকেলে গতকাল বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রী নিবাসের ব্যবস্থাপনা কমিটি বিলুপ্ত করা হয়।

আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ২০, আবেদন অভিজ…
  • ০৮ জানুয়ারি ২০২৬
চবির ডি-১ উপ-ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
  • ০৮ জানুয়ারি ২০২৬
এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমাল সরকার
  • ০৮ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটে ৬৬ শতাংশই ফেল
  • ০৮ জানুয়ারি ২০২৬
সরকারি-বেসরকারি স্কুলে ৮ লাখ আসন ফাঁকা, শূন্য থাকা আসনে ভর্…
  • ০৮ জানুয়ারি ২০২৬
সিলেটের ব্যাটিং অর্ডারে আবারও রদবদল, নেপথ্যে কী?
  • ০৮ জানুয়ারি ২০২৬