মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী-প্রশাসন, আলিয়ার ক্যাম্পাস উত্তপ্ত 

আলিয়ায় আন্দোলন
আলিয়ায় আন্দোলন  © টিডিসি ফটো

হল ছাড়ার ঘোষণাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মাদ্রাসা-ই-আলিয়া পরিস্থিতি। আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর আলমগীর রহমান ও আল্লামা কাশগরী (রহ) হল ও ইব্রাহিম হলের সুপার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম বিকেল চারটার মধ্যে অবস্থিত সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেন।

এতে বলা হয়, সরকারি কাজে বাধা প্রদান, অধ্যক্ষসহ শিক্ষকদের অবরুদ্ধ করা, ক্যাম্পাসে সহিংস পরিস্থিতি সৃষ্টি করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কায় সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা-এর হল কমিটি ও স্টাফ কাউন্সিলের সর্বসম্মতিক্রমে আল্লামা কাশগরী (রহ) হল ও ইব্রাহীম হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।

উদ্ভুত পরিস্থিতির কারণে ৬ জানুয়ারি বিকাল চারটার মধ্যে হলে অবস্থানরত শিক্ষার্থীদেরকে হল ছাড়ার নির্দেশ প্রদান করা হলো।

নোটিশ প্রকাশের পর বিকেল সাড়ে ৩টায় আন্দোলন স্থলে আসেন হল সুপার মো. জাহাঙ্গীর আলম ও মাদ্রাসা প্রশাসন। এসময় হ্যান্ডমাইকে হল সুপার শিক্ষার্থীদের হল ছাড়ার ঘোষণা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।


সর্বশেষ সংবাদ