টিকা গ্রহণে ১২-১৭ বছরের মাদ্রাসা শিক্ষার্থীদের তথ্য পাঠানোর নির্দেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ অক্টোবর ২০২১, ০৯:৪৩ AM , আপডেট: ১৫ অক্টোবর ২০২১, ০৯:৪৩ AM
রাজধানীর সব মাদ্রাসার ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আগামী ১৯ অক্টোবরের মধ্যে নির্ধারিত ছকে শিক্ষার্থীদের তথ্য পাঠাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর)অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কে এম রুহুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ঢাকা মহানগরীর সব মাদ্রাসায় অধ্যয়নরত ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই নিজ নিজ প্রতিষ্ঠানের ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের তথ্য নির্ধারিত ছক অনুসারে এক্সেল শিটে আগামী ১৯ অক্টোবরের মধ্যে পূরণ করে ইমেইল (madrasahvaccination@gmail.com) ঠিকানায় প্রেরণ করতে অনুরোধ করা হলো।