করোনায় কওমি মাদ্রাসা শিক্ষকদের পাশে দাড়াঁনোর আহ্বান

১৮ এপ্রিল ২০২০, ০৫:২১ PM
কওমি মাদ্রাসার শিক্ষার্থী

কওমি মাদ্রাসার শিক্ষার্থী © ফাইল ফটো

প্রাণঘাতী করোনাভাইরাস সঙ্কটে দেশের কওমি মাদরাসা শিক্ষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় তাফসীল পরিষদ। আজ শনিবার পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতী মুহিউদ্দিন জিলানী সাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল বাকিবিল্লাহ ও মুফতী শরীফ উল্লাহ।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, করোনাভাইরসের কারণে দেশের সব কওমি মাদরাসা বন্ধ হয়ে যাওয়ায় মাদরাসা শিক্ষকদের বেতন পরিশোধ ও মাদরাসা ভবনের ভাড়া প্রদানে চরম সংকটে আছে মাদরাসা কর্তৃপক্ষ। মাদরাসার সাধারণ শিক্ষকরা কোনরকমে দিন অতিবাহিত করছে লকডাউনের এই সময়টাতে।

তাই সরকারের উচিত কওমি মাদরাসার এই শিক্ষকদের অর্থনৈতিক দূরাবস্থা উত্তরণে সহায়তার হাত বাড়িয়ে দেয়া।

তারা আরও বলেন, করোনা বিস্তাররোধে সরকারের নেয়া পদক্ষেপ পাশাপাশি খেটে খাওয়া মানুষদের লকডাউনের সময়ে খাবার পৌঁছে দেয়ার লক্ষ্যে ত্রাণ তহবিল গঠন প্রসংশার দাবি রাখে। সেইসাথে দেশের অন্যতম শিক্ষা ব্যবস্থাপনা কওমি মাদরাসার শিক্ষকদের পাশে দাঁড়িয়ে তাদের প্রতি এই দুর্যোগ মুহূর্তে সহানুভূতি প্রকাশ করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

এদিকে দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হলো ৮৪ জনের। গত ২৪ ঘন্টায় ২ হাজার ১১৪টি নমুনা পরীক্ষা করে আরও ৩০৬ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৪৪ জন। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরও ৮ জন। এ পর্যন্ত মোট ৬৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বিভিএসডব্লিউএ-বাকৃবির সভাপতি আতিক, সাধারণ সম্পাদক সিয়াম
  • ২২ জানুয়ারি ২০২৬
দাঁড়িপাল্লার প্রচারে বাধা: নারীর কান ছেঁড়ার অভিযোগ যুবদল নে…
  • ২২ জানুয়ারি ২০২৬
সিলেটে এম এ জি ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বা…
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল
  • ২২ জানুয়ারি ২০২৬
রাজধানীতে স্কুলে শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল
  • ২২ জানুয়ারি ২০২৬