করোনাভাইরাস: রাজধানীতে মাস্ক বিতরণ করল মাদ্রাসার শিক্ষার্থীরা

২১ মার্চ ২০২০, ১২:১১ AM

© সংগৃহীত

করোনাভাইরাস সংক্রমণ রোধ ও সচেতনতায় রাজধানীর মিরপুরের বায়তুল মা’মূর মাদ্রাসা কমপ্লেক্সের ছাত্র কাফেলার উদ্যোগে মাস্ক বিতরণ করেছে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। শুক্রবার বাদ জুমা বায়তুল মা’মুর মসজিদের মুসল্লিসহ আশেপাশের পথিক, দোকানদার, রিক্সাওয়ালা সর্বস্তরের জনসাধারণের মাঝে প্রায় ৮০০ মাস্ক বিতরণ করে শিক্ষার্থীরা।

জানা যায়, বায়তুল মা’মুর মসজিদের ইমাম হাফেজ মাওলানা জাফর আহমাদের উদ্যোগে আরো মাস্ক বানানোর জন্য অর্ডার দেয়া হয়েছে। ধারাবাহিকভাবে এ সচেতনতামূলক সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

বায়তুল মা’মূর মাদ্রাসা কমপ্লেক্সের শিক্ষা সচিব মুফতি হাসান আল মাহমুদ জানান, মাদ্রাসা বন্ধ হওয়ার আগেই উদ্যোগ নেয়া হয়েছিল করোনা সচেতনতায় মাস্ক বিতরণ করবে ছাত্ররা। এ উদ্যোগটা তারাই নিয়েছিল; আমরা শিক্ষকরা তাদের সহযোগিতায় ছিলাম।

তিনি বলেন, আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল ও বায়তুল মা’মুর মসজিদের খতিব ড. আব্দুল মুকিত আযহারী, ভাইস প্রিন্সিপাল হাফজ মাওলানা জাফর আহমাদসহ মাদ্রাসার সকল শিক্ষক-ছাত্রদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অর্থায়ন করেন।

তিনি আরও বলেন, করোনাভাইরাস উদ্ভূত সমস্যায় সরকারি সিদ্ধান্তে গতকাল সন্ধায় মাদ্রাসা বন্ধের ঘোষণা হয়েছিল, তাই আজ শুক্রবার সকালে সবাই ফিরে গেছে। অন্যথায়, মাদ্রাসার সকল ছাত্র আজ রাজধানীর বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করতো। শুধুমাত্র স্থানীয় কিছু ছাত্রদের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা গেছে।

বিভিএসডব্লিউএ-বাকৃবির সভাপতি আতিক, সাধারণ সম্পাদক সিয়াম
  • ২২ জানুয়ারি ২০২৬
দাঁড়িপাল্লার প্রচারে বাধা: নারীর কান ছেঁড়ার অভিযোগ যুবদল নে…
  • ২২ জানুয়ারি ২০২৬
সিলেটে এম এ জি ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বা…
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল
  • ২২ জানুয়ারি ২০২৬
রাজধানীতে স্কুলে শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল
  • ২২ জানুয়ারি ২০২৬