দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া-মোনাজাত

২৬ জানুয়ারি ২০২০, ০৭:৪৮ PM
দোয়া-মোনাজাত অনুষ্ঠান

দোয়া-মোনাজাত অনুষ্ঠান © টিডিসি ফটো

লক্ষ্মীপুর সদর উপজেলায় দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকালে জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যাদৈয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসায় আনুষ্ঠানিকভাবে পরীক্ষার্থীদের জন্য দোয়া-মুনাজাত করা হয়। এর আগে আলোচনা সভায় ভালো ফলাফল অর্জনের সহায়ক হিসেবে পরীক্ষার্থীদের দিক নির্দেশনামূলক বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

যাদৈয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর মোহাম্মদ ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আয়েশা (রা.) মহিলা অনার্স কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ কে এম রুহুল আমিন কামাল। এতে আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আবু ছিদ্দিক রাজু, মিজানুর রহমান, শিক্ষক মো. শাহাদাত উল্যাহ, আবদুল হাকিম, মো. মুহসীন উদ্দীন, মো. আবদুল্লাহ, কামাল হোসেন ভূঁইয়াসহ অভিভাবকবৃন্দ।

আগামী ৩ ফেব্রুয়ারী থেকে সারাদেশে এক যোগে এসএসসি/দাখিল/সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২০ সালের এ পরীক্ষায় যাদৈয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার প্রায় একশ’ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এসব পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৩৮ সালে যাদৈয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসা প্রতিষ্ঠিত হয়। এ প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও লক্ষ্মীপুর-০৩ (সদর) আসনের সাংসদ এ কে এম শাহজাহান কামাল।

এক সপ্তাহের মধ্যে সব নির্বাচন কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহের নির…
  • ২২ জানুয়ারি ২০২৬
নন-এমপিও শিক্ষকদের সনদ যাচাইয়ের মাধ্যমে এমপিওভুক্তির উদ্যোগ
  • ২২ জানুয়ারি ২০২৬
আজ থেকে শুরু হলো নির্বাচনী প্রচারণা, মানতে হবে যেসব নির্দেশ…
  • ২২ জানুয়ারি ২০২৬
বাবা নিরাপত্তা প্রহরী, ঢাবিতে ভর্তির সুযোগ পাওয়া ইসরাত হতে …
  • ২২ জানুয়ারি ২০২৬
বিভিএসডব্লিউএ-বাকৃবির সভাপতি আতিক, সাধারণ সম্পাদক সিয়াম
  • ২২ জানুয়ারি ২০২৬
দাঁড়িপাল্লার প্রচারে বাধা: নারীর কান ছেঁড়ার অভিযোগ যুবদল নে…
  • ২২ জানুয়ারি ২০২৬