ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের তারিখ, আবেদন যেভাবে

২২ অক্টোবর ২০২৫, ০৯:২৭ AM , আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ০২:৪৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (২২ অক্টোবর) থেকে। এ কার্যক্রম চলবে ২৯ অক্টোবর পর্যন্ত, তবে ফি জমা দেওয়া যাবে ২৮ অক্টোবর পর্যন্ত। বোর্ড ফি জমা দেওয়ার পরই তথ্য আপলোডের নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। মঙ্গলবার (২১ অক্টোবর) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি দেশের সব মাদরাসা প্রধানের কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইবতেদায়ি ৫ম শ্রেণি বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফরম পূরণ প্রক্রিয়া নিম্নবর্ণিত নির্দেশনা অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে সম্পন্ন করতে হবে।’

যোগ্যতা ও ফি সংক্রান্ত নির্দেশনা

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড অনুমোদিত স্বতন্ত্র ইবতেদায়ি, সংযুক্ত ইবতেদায়িসহ দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় ৫ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের শতকরা সর্বোচ্চ ৪০ শতাংশ ইবতেদায়ি ৫ম শ্রেণি বৃত্তি পরীক্ষার জন্য ফরম পূরণ করতে পারবে।

প্রত্যেক পরীক্ষার্থীর জন্য ৪০০ টাকা বোর্ড ফি অনলাইনে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অনুকূলে জমা দিতে হবে। এছাড়া প্রত্যেক পরীক্ষার্থীর ২০০ টাকা কেন্দ্র ফি সংশ্লিষ্ট মাদরাসায় জমা দিতে হবে। অংশগ্রহণকারী সব পরীক্ষার্থীর কেন্দ্র ফি মাদরাসা প্রধান কর্তৃক সংশ্লিষ্ট কেন্দ্র সচিবের অনুকূলে জমা দিতে হবে।

ফরম পূরণের অনলাইন প্রক্রিয়া

প্রত্যেক পরীক্ষার্থীর ফরম পূরণের কাজ বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (http://www.ebmeb.gov.bd)-এর মাধ্যমে সম্পন্ন করতে হবে। Google Chrome বা Firefox ব্রাউজার থেকে ওয়েবসাইটে প্রবেশ করে ‘Ebtedaee Scholarship Entry’ বাটনে ক্লিক করলে প্রতিষ্ঠানের লগইন প্যানেল দেখা যাবে। এরপর EIIN/Code ও Password ব্যবহার করে প্যানেলে প্রবেশ করে ‘Payment’ অপশনে ক্লিক করতে হবে। শিক্ষার্থীর সংখ্যা এন্ট্রি দেওয়ার পর সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বোর্ড ফি পরিশোধ করতে হবে।

যেসব মাদরাসার EIIN বা Password নেই কিন্তু কোড নম্বর আছে, তাদের ক্ষেত্রে ‘New Password’ অপশনে ক্লিক করে মাদরাসার কোড ও প্রতিষ্ঠান প্রধানের নিবন্ধিত মোবাইল নম্বর এন্ট্রি দিতে হবে। এরপর OTP বাটনে ক্লিক করলে একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড (OTP) পাওয়া যাবে। ওই OTP ব্যবহার করে পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে এবং তা প্রিন্ট নিয়ে সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে কোড নম্বর ও প্রাপ্ত পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে।

বোর্ড ফি সিস্টেমে জমা হওয়ার পর শিক্ষার্থীদের তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে। কোনো মাদরাসার সব পরীক্ষার্থীর তথ্য এন্ট্রি দেওয়ার পর তালিকার প্রিন্ট আউট নিয়ে যাচাই করতে হবে। কোনো ভুল থাকলে Edit অপশনে ক্লিক করে সংশোধন করা যাবে। সব তথ্য যাচাই শেষে Final Submit বাটনে ক্লিক করে সংশ্লিষ্ট মাদরাসার ফরম পূরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

তথ্য ইনপুটের নির্দেশনা

অনলাইনে শিক্ষার্থীর তথ্য এন্ট্রির সময় ভর্তি রেজিস্টার এবং জন্মসনদ আবশ্যিকভাবে অনুসরণ করতে হবে। শিক্ষার্থীর নিজ নাম, পিতা ও মাতার নাম এবং জন্ম নিবন্ধন নম্বর জন্মসনদ অনুযায়ী সঠিকভাবে ইনপুট দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে মাজারে বিএনপির শ্রদ্ধা নিবে…
  • ১৯ জানুয়ারি ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে ঢাকা কলেজের সামনে অধ্যাদেশ ম…
  • ১৯ জানুয়ারি ২০২৬
দুটি পে স্কেল হওয়ার কথা থাকলেও একটিও হয়নি, যে হুশিয়ারি দিলে…
  • ১৯ জানুয়ারি ২০২৬
চার সন্তানের তিনজনই বিসিএস ক্যাডার—শ্রেষ্ঠ মা তিনি হবেন না …
  • ১৯ জানুয়ারি ২০২৬
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে চাকরি, কর্মস্থল ঢা…
  • ১৯ জানুয়ারি ২০২৬
চিলিতে ভয়াবহ দাবানলে নিহত ১৮, জরুরি অবস্থা জারি
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9