মাদ্রাসার উপাধ্যক্ষের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ অধিদপ্তরের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ০৯:০৯ AM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ১০:২৯ AM
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা দারুসসুন্নাহ সিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (৭ আগস্ট) অধিদপ্তরের পরিদর্শক ইমন আমির স্বাক্ষরিত পরিদর্শন (খুলনা) শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থার গ্রহণের জন্য বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ কর্তৃক এ অধিদপ্তরে আবেদন করা হয়। এ অবস্থায় ফাজিল কামিল মাদ্রাসায় অধিভুক্ত অর্ডিন্যান্স ১৩ এর ৩.২ (ঘ) অনুযায়ী গভার্নিং বডি আইনি/ফৌজদারী ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন: মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের দশম গ্রেডে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ
আইনি ব্যবস্থা নিয়ে বিষয়টি অধিদপ্তরকে জানাতে বলা হয়েছে। দর্শনা দারুসসুন্নাহ সিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতিকে এ ব্যবস্থা নিতে বলেছে কর্তৃপক্ষ।