মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ৫০ শতাংশ উৎসব ভাতার চেক ছাড়
মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের চলতি বছরের ৫০ শতাংশ উৎসব ভাতার এমপিওর চেক ছাড় করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ১ জুনের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে উৎসব ভাতা উত্তোলন করতে পারবেন।
বৃহস্পতিবার (২৯ মে) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড় করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীগণের মূল বেতনের ৫০% হারে উৎসব ভাতা-২০২৫ (ঈদ-উল-আজহা) বাবদ ৪ টি চেক বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে ২৯ মে স্মারক নং-৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২৪-৫৯৭ তারিখ: ২৯ মে অনুযায়ী হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীগণ ১ জুনের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে উৎসব ভাতা (ঈদ-উল-আজহা) অংশ উত্তোলন করতে পারবেন।
এর আগে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মে মাসের এমপিওর চেক ছাড় করা হয়।