তা’মীরুল মিল্লাত মাদ্রাসা

ব্যস্ত সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার প্রতিদিন হাজারো শিক্ষার্থীর

২৮ মে ২০২৫, ০৯:৫১ PM , আপডেট: ১২ জুন ২০২৫, ০৩:৫৪ PM
ব্যস্ত সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিক্ষার্থীরা

ব্যস্ত সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা ২৭ এলাকায় অবস্থিত দেশের অন্যতম খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা। প্রায় ১২ হাজার শিক্ষার্থী নিয়ে পরিচালিত এই প্রতিষ্ঠানটিতে প্রতিদিন হাজারো শিক্ষার্থীর যাতায়াত চলে। কিন্তু এত বড় প্রতিষ্ঠানের সামনেই নেই কোনো ফুটওভার ব্রিজ। ফলে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হতে হচ্ছে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাদ্রাসার উভয় পাশে থেকে শিক্ষার্থীদের মূল সড়ক পার হয়ে ক্লাসে যেতে হচ্ছে। অথচ মহাসড়কটি দিয়ে প্রতিনিয়ত চলে ভারী যানবাহনসহ অসংখ্য গাড়ি। ফুটওভার ব্রিজ না থাকায় ছোট থেকে বড়—সব বয়সী শিক্ষার্থী এবং পথচারীদের মাঝে এক ধরনের ভয় কাজ করছে। প্রায়ই ঘটে যাচ্ছে ছোট-বড় দুর্ঘটনা।

মাদ্রাসার আলিম শ্রেণির শিক্ষার্থী হাসিবুল ইসলাম জানায়, “প্রতিদিন রাস্তা পার হতে খুব ভয় লাগে। অনেকবার একদম গা ঘেঁষে দ্রুতগতির গাড়ি চলে গেছে। একবার এক বন্ধুকে ধাক্কা দিয়েছিল, ভাগ্য ভালো ছিল বলে বড় কিছু হয়নি।”

আরেক শিক্ষার্থী ফিরোজ মাহমুদ বলেন, “সকালে আর বিকেলে যখন ছুটি হয়, তখন রাস্তা পার হওয়া সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে। কখন যে গাড়ি এসে পড়ে, বোঝাই যায় না।”
 
শুধু শিক্ষার্থী নয়, অভিভাবকরাও এই পরিস্থিতিতে চরম উদ্বিগ্ন। শিক্ষার্থী শাহরিয়ার মায়ের ভাষ্য, “প্রতিদিন মনে ভয় নিয়ে ছেলেকে মাদ্রাসায় পাঠাই। মনে হয়, না জানি কবে কোন দুর্ঘটনা ঘটে যায়। সরকার কেন এখানে একটা ফুটওভার ব্রিজ দিচ্ছে না, সেটা ভাবতেই কষ্ট হয়।”
 
মাদ্রাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান বলেন, “আমরা বহুবার লিখিতভাবে সংশ্লিষ্ট দপ্তরে অনুরোধ জানিয়েছি। এত শিক্ষার্থী নিয়ে আমাদের প্রতিদিন দুশ্চিন্তায় থাকতে হয়। ইতোমধ্যে কয়েকটি দুঃখজনক দুর্ঘটনাও ঘটেছে। আমরা চাই, অবিলম্বে একটি নিরাপদ ও মানসম্পন্ন ফুটওভার ব্রিজ এখানে স্থাপন করা হোক।”

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত সড়ক। এই সড়কের এমন একটি গুরুত্বপূর্ণ অংশে হাজারো শিক্ষার্থীর নিরাপত্তা উপেক্ষিত থাকা নিতান্তই দুঃখজনক। সংশ্লিষ্ট দপ্তর বিশেষ করে সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় প্রশাসনের কাছে এলাকাবাসীর জোর দাবি—অবিলম্বে তা'মীরুল মিল্লাত মাদ্রাসার সামনে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হোক।

বুয়েট ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ
  • ০১ জানুয়ারি ২০২৬
চবির ‘এ’ ইউনিটের আসনবিন্যাস প্রকাশ, দেখা যাবে দুইভাবে
  • ০১ জানুয়ারি ২০২৬
সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
  • ০১ জানুয়ারি ২০২৬
বুড়ি তিস্তা খননকে ঘিরে ডিমলায় সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর
  • ০১ জানুয়ারি ২০২৬
কমল জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর
  • ০১ জানুয়ারি ২০২৬
২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ: শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া…
  • ০১ জানুয়ারি ২০২৬