ঢাকা আলিয়ায় ছাত্রলীগ নেতাকে মেরে পুলিশে দিল ছাত্রদল 

১৭ মে ২০২৫, ০৬:০৭ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ১২:১০ PM
ছাত্রলীগ নেতা মেহেদীকে আটক করে নিয়ে যাচ্ছে চকবাজার থানা পুলিশ

ছাত্রলীগ নেতা মেহেদীকে আটক করে নিয়ে যাচ্ছে চকবাজার থানা পুলিশ © টিডিসি

রাজধানীর বকশিবাজারের সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় পরীক্ষা দিতে আসা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মো. মেহেদী হাসানকে ছাত্রদলের কর্মীরা মারধর করে পুলিশে দিয়েছেন। আজ শনিবার (১৭ মে) দুপুর ১টার দিকে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান কামিল (মাস্টার্স) পরীক্ষা শেষে এ ঘটনা ঘটে। 

জানা যায়, আটককৃত মেহেদী হাসান ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আওতাধীন চকবাজার থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আজ তিনি কামিল পরীক্ষা দিতে আসলে পরীক্ষা শেষে মাদ্রাসা ফটকে তাকে ধরে মারধর শুরু করেন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। পরে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফুল কবিরসহ কয়েকজন শিক্ষক তাদের হাত থেকে মেহেদী হাসানকে উদ্ধার করে অধ্যক্ষের কক্ষে নিয়ে যান। পরে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

আরও পড়ুন: সাত কলেজ শিক্ষার্থীদের আল্টিমেটাম, ফের আন্দোলনের হুঁশিয়ারি

শিক্ষার্থীরা জানান, মেহেদী হাসান সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার হাদিস বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী। চলতি কামিল পরীক্ষার শুরুর দিন ৩মে থেকে ১৭মে পর্যন্ত  তিনি পরীক্ষা দিয়ে আসছিলেন। তবে আজ পরীক্ষার পরপরই ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে। এ সময় ‘ছাত্রলীগের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’ স্লোগানে মুখরিত মাদ্রাসা প্রাঙ্গণ।

এদিকে ঘটনার পরপরই ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফুল কবির সাংবাদিকদের জানান, আমি তখন (ঘটনার সময়) একটি ওয়ার্কশপে অবস্থান করছিলাম। একটি কল পেয়ে দ্রুত অফিসে আসি এবং সঙ্গে সঙ্গে চকবাজার থানার ওসির সঙ্গে যোগাযোগ করি। তিনি তাৎক্ষণিকভাবে একটি পুলিশ টিম পাঠান। পরে আমি পরিস্থিতি শান্ত করতে শিক্ষার্থী মেহেদী হাসানকে পুলিশের কাছে হস্তান্তর করি। এখন বিষয়টি প্রশাসনের আওতায় এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আরও পড়ুন: কাল থেকে ঢাকা সেনানিবাসের চারপাশের এলাকায় সমাবেশ নিষিদ্ধ: আইএসপিআর

এর আগে, গতকাল রাতে মাদ্রাসা-ই ঢাকা আলিয়া ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন জিহাদকে বগুড়া জেলা পুলিশ গ্রেপ্তার করে। তিনি ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পির অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

মাদ্রাসা-ই ঢাকা আলিয়ায় ছাত্রদলের ঘোষিত বা আনুষ্ঠানিক কমিটি গঠিত হয়নি। তবে, যারা মেহেদী হাসানকে ধরেছেন তাদের সবাই ছাত্রদলের অনুসারী বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে মাদ্রাসার একাধিক সূত্র নিশ্চিত করেছে। 

 

অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ডুয়েটে শহীদ ওসমান হাদির নামে প্রস্তাবিত গবেষণা ভবনের নামকরণ
  • ১২ জানুয়ারি ২০২৬
কর্মজীবী মা ও সন্তানের আবেগঘন গল্পে নাটক ‘মা মনি’
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9