দাখিলের প্রবেশপত্র বিতরণ শুরু ২৪ জানুয়ারি

১৭ জানুয়ারি ২০১৯, ০৯:০৭ PM

© ফাইল ফটো

এ বছরের দাখিল পরীক্ষার প্রবেশপত্র আগামী ২৪ জানুয়ারি থেকে বিতরণ শুরু করবে মাদ্রাসা শিক্ষা বোর্ড। ২৪ ও ২৫ জানুয়ারি কেন্দ্র সচিবদের বোর্ড থেকে দাখিলের প্রবেশপত্র আনুষাঙ্গিক মালামাল সংগ্রহ করতে বলা হয়েছে।  মাদ্রাসা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। 

জানা গেছে, আগামী ২৪ ও ২৫ জানুয়ারি বোর্ড থেকে ২০১৯ সালের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হবে। আগামী ২৪ জানুয়ারি সকাল ১০টায় খুলনা, রবিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলার কেন্দ্র সচিবদের বোর্ড থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। আর আগামী ২৫ জানুয়ারি সকাল ১০টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের সব জেলার কেন্দ্র সচিবরা বোর্ড থেকে প্রবেশপত্র সংগ্রহ করবেন।

জেলা সদরে অবস্থিত কেন্দ্রর সচিবদের জেলা প্রশাসকের এবং উপজেলায় অবস্থিত কেন্দ্রের সচিবদের ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রাধিকার পত্র মাদ্রাসা শিক্ষা বোর্ডে জমা দিয়ে দাখিল পরীক্ষার প্রবেশপত্র ও আনুষঙ্গিক সংগ্রহ করতে বলা হয়েছে।  

নারী কণ্ঠে প্রতারণা করে ৭৬ লাখ টাকার সম্পদ অর্জন, বাজেয়াপ্ত…
  • ২২ জানুয়ারি ২০২৬
মাদ্রাসা প্রধানের পদ শূন্য প্রায় তিন হাজার
  • ২২ জানুয়ারি ২০২৬
ইসির তালিকায় কোন অঞ্চলে কত জন প্রার্থী, দেখুন এখানে
  • ২২ জানুয়ারি ২০২৬
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মূখ্য সমন্বয়কারী তারিকুল ই…
  • ২২ জানুয়ারি ২০২৬
গণভোট ও সংসদ নির্বাচনের দিন কি দুটি ব্যালটেই সিল দিতে হবে?
  • ২২ জানুয়ারি ২০২৬
মনোনয়ন বৈধ করতে নতুন উদ্যোগ মঞ্জুরুল আহসান মুন্সীর
  • ২২ জানুয়ারি ২০২৬