প্রেমিকের ধর্ষণ চেষ্টা, মাদ্রাসা ছাত্রীর চিৎকারে স্থানীয়দের ধাওয়া

০১ জুন ২০২৪, ০৬:০৫ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৭ PM

© প্রতীকী ছবি

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে মাদ্রাসা পড়ুয়া  ৮ম শ্রেণীর ছাত্রীকে  জোর পূর্বক ধর্ষণের অভিযোগে মোঃ সাগর (২২) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার দুলারহাট থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন।

শনিবার (১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ। অভিযুক্ত মোঃ সাগর উপজেলার দুলারহাট থানার আহাম্মদপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের মোঃ মালেকের ছেলে।

ভুক্তভোগীর মা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মাদ্রাসা পড়ুয়া ছাত্রী এবং অভিযুক্ত মোঃ সাগর একই এলাকার বাসিন্দা। সাগর ওই ছাত্রীকে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সাগর বিয়ে করার আশ্বাস দিয়ে ফুসলিয়ে ২৩ মে রাত ১১ টার দিকে মাদ্রাসা ছাত্রীকে মুঠো ফোনে ছাত্রীর বাড়ির পাশে এনে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ওই ছাত্রী চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে। এসময় অভিযুক্ত সাগর কৌশলে পালিয়ে যায়।  

মামলা হাওয়ার পর থেকে অভিযুক্ত সাগর পলাতক থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ জানান, মাদ্রাসা পড়ুয়া ছাত্রীর মা বাদী হয়ে দুলারহাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

ট্যাগ: মাদরাসা
ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে
  • ২৯ জানুয়ারি ২০২৬
ভোটের ইশতেহারে কওমী শিক্ষা: বাস্তবতা ও প্রত্যাশা
  • ২৯ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে সেনাবাহিনীর আন্দোলনের ছবিটি ‘এআই’
  • ২৯ জানুয়ারি ২০২৬
পবিপ্রবিতে শিবিরের বিক্ষোভ মিছিলে ছাত্রদলের বাধা, ক্যাম্পাস…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ২৯ জানুয়ারি ২০২৬
শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৯ জানুয়ারি ২০২৬