জাতীয়করণসহ ১১ দফা দাবি ইবতেদায়ী শিক্ষকদের

১৫ জুলাই ২০২৩, ০৯:০৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© ফাইল ছবি

মাদরাসা সমূহের ইবতেদায়ী স্তরকে জাতীয়করণের আওতায় আনাসহ ১১ দফা দাবি জানিয়েছে ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ। সংগঠনটির নেতারা  জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে এসব দাবি জানায়। 

শনিবার (১৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে একটি সেমিনার আয়োজন করে  ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ। এতে সংগঠনের নেতারা ১১ দফা দাবী জানায়। 

আরও পড়ুনঃ শাহবাগ অবরোধের ঘোষণা পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের

সেমিনারে উত্থাপিত দাবিসমূহ হলো-

(১) মাদরাসা ইবতেদায়ী স্তরকে জাতীয়করণের আওতায় নেওয়া।

(২) গত ২০১৯ সালের ১৬ জুন প্রধানমন্ত্রী স্বাক্ষরিত ইবতেদায়ী নীতিমালা অবিলম্বে বাস্তবায়ন করা ৷

(৩) দেশের ৯১ শতাংশ মুসলিম ও ৭ শতাংশ বিভিন্ন ধর্মে বিশ্বাসী তথা শতভাগ মানুষের ইমান, আকিদা, দেশপ্রেমের মানসিকতা গড়ে তোলার জন্য শিক্ষাক্রমকে সংশোধন করা, যাতে শিক্ষার্থীগণ ইমান- আকিদা ও বিশ্বাস নিয়ে গড়ে উঠে।

(৪) স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়ী মাদরাসাগুলোকে প্রাইমারির মতো সুযোগ-সুবিধা প্রদান করা।

(৫) নতুন ইবতেদায়ী মাদরাসা মঞ্জুরির স্থগিতাদেশ তুলে নেওয়া।

(৬) ইবতেদায়ী স্তরের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য পি.টি.আই এর আদলে প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা।

(৭) ইবতেদায়ী শিক্ষকদের প্রাইমারি স্কুলের মতো বেতন কাঠামো নির্ধারণ করা।

(৮) মঞ্জুরিপ্রাপ্ত বর্তমানে বিলুপ্ত ১৬ হাজারের অধিক স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সহজ শর্তে পুনর্জীবিত করা।

(৯) বেসরকারি প্রাইমারি ও এনজিও স্কুলের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোড নাম্বার দিয়ে স্বনামে পরীক্ষাদানের সুযোগ ও বিনামূল্যে বই সরবরাহ করা।

(১০) প্রাইমারি স্কুলের প্রাক-প্রাথমিকের মতো ইবতেদায়ী মাদরাসায় প্রাক-ইবতেদায়ী শ্রেণী চালু করা।

(১১) প্রাইমারি স্কুলের মতো ইবতেদায়ী স্তরের জন্য অবকাঠামো ও শিক্ষা উপকরণ সরবরাহ নিশ্চিত করা।

ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সভাপতি ড. এ কে এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে সংগঠনের মহাসচিব উপাধ্যক্ষ মো. আবদুর রহমান সেমিনার পরিচালনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমান আল ইসলাহ বাংলাদেশের সভাপতি আল্লামা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলী।
  
দি ইউনিভার্সিটি অব কুমিল্লার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হানিফ খান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারে বক্তারা বলেন, সাংবিধানিক অধিকার নিশ্চিত করতেই স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোকে জাতীয়করণ ও শিক্ষকদের ন্যায্য অধিকার দিতে হবে। যা বাংলাদেশের সাংবিধানিক অধিকার ছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার, জাতীয় শিক্ষানীতি ২০১০ এর বাস্তবায়ন করা। স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের বেতন-ভাতা প্রদানে প্রধানমন্ত্রীর সম্মতির পরেও প্রায় ৯ হাজার প্রতিষ্ঠানের প্রায় ৪৫ হাজার শিক্ষক বিনা বেতনে বহু বছর ধরে মানবেতর জীবন যাপন করছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

ট্রেনের শেষ বগি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রথমবারের মতো ৮০ আসনে ভর্তি নেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়, শর্ত…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইসরায়েল স্বীকৃত 'সোমালিল্যান্ডকে' প্রত্যাখান বাংলাদেশের
  • ১২ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে ১২৬ নগরীর মধ্যে শীর্ষে ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে চুক্তি করছে বাংলাদেশ
  • ১২ জানুয়ারি ২০২৬
বিএনপির দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, কোপে বিচ্ছিন্ন এক ক…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9