এমপিওভুক্ত হলেন মাদ্রাসার ১৫৭ শিক্ষক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ০৬:২৪ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৩, ০৬:২৪ PM
দেশের বেসরকারি মাদ্রাসার ১৫৭ শিক্ষক এমপিওভুক্ত হয়েছেন। একই সাথে ৪০৪ জন কর্মচারীকেও এমপিওভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার মাদ্রসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা এমপিওভুক্তির এই তালিকা চূড়ান্ত করেছেন।
জানা গেছে, যারা এমপিওভুক্ত হয়েছেন তাদের মধ্যে মাদ্রাসারা বিভিন্ন প্রশাসনিক পদে নিয়োগ পাওয়া অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার ও কর্মচারী। এছাড়া নতুন এমপিওভুক্ত হওয়া কিছু প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীও এমপিওভুক্ত হয়েছেন।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) মো. লুৎফর রহমান বলেন, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা শিগগিরই ব্যাংকের মাধ্যমে এমপিওর অর্থ পাবেন।
প্রসঙ্গত, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রতি মাসেই এমপিও কমিটির সভা অনুষ্ঠিত হয়। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে প্রতি তিন মাসে একবার এমপিও কমিটির সভা অনুষ্ঠিত হয়।