আলিম পরীক্ষার রুটিন প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ১১:১৬ PM , আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৭ PM
চলতি বছরের আলিম পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রুটিন প্রকাশ করা হয়। আগামী ৬ নভেম্বর থেকে সারাদেশে শুরু হবে এ পরীক্ষা।
জানা গেছে, সব পরীক্ষা হবে ২ ঘণ্টার। এর মধ্যে বহুনির্বাচনী প্রশ্নের জন্য ২০ মিনিট এবং সৃজনশীল বা রচনামূলকের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট সময় পাবে পরীক্ষার্থীরা।
দুই ধরনের প্রশ্নের মাঝে কোনো বিরতি থাকবে না। প্রথমে বহুনির্বাচনী এবং পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।
এদিকে বন্যা পরিস্থিতির কারণে পেছানো চলতি বচরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে।
প্রকাশিত রুটিন দেখুন