কে এই কনটেন্ট ক্রিয়েটর কাফি?

নুরুজ্জামান কাফি
নুরুজ্জামান কাফি  © সংগৃহীত

হালের তরুণ লেখক নুরুজ্জামান কাফি। দেশে বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভিডিও কন্টেন্ট তৈরি করে অনেকেই সমাজে বেশ আলোড়ন তৈরি করেছেন। তাদের মধ্য একজন কাফি। সামাজিক যোগাযোগমাধ্যমে নুরুজ্জামান কাফি ‘কাফি ভাই’ নামেই বেশি পরিচিত।

২০২৪ সালে দেশে ঘটে যায় এক বিপ্লব। যার নেতৃত্বে ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছাত্রদের এই আন্দোলন ছড়িয়ে পড়ে জনতার মাঝে। কাফিও তাদের পাশে থেকে আলোচনায় আসেন।

কাফির কনটেন্টে থাকে ব্যতিক্রমধর্মী উপস্থানা। তার বিষয়বস্তুতে কথার ছলে প্রাক্তনকে খোঁটা দেওয়া ও কুকুরদের সঙ্গে হাস্যরসাত্মকের চিত্র ফুটে উঠে। কখনো রাস্তা থেকে কুকুরদের ধরে নিয়ে রুটি-বিস্কুট খাওয়াচ্ছেন, কখনো বা কুকুরদের শ্রোতা বানিয়ে তাদের সঙ্গে নানা কথা বলছেন। কুকুরের প্রতি তার প্রেম ও ভালোবাসা; কুকুরকে আদর-যত্ন না করলে পূর্ণতা পায় না তার দিন, এসব কারণে মানুষের কাছে পরিচিত করে তুলেছে কুকুরপ্রেমী কাফি নামে। তিনি মূলত বরিশালের আঞ্চলিক ভাষায় আরেকটু রং মাখিয়ে হাস্যরসভাবে ভিডিও তৈরি করে থাকেন। 

ভিডিওগুলো হাস্যরসে ভরা থাকলেও দেশের সংকটময় পরিস্থিতিসহ নানা অসংহতি, দূর্নীতি, অনিয়মের প্রতিবাদ থাকে তার ভিডিওতে। আর তার সে সব ভিডিও পছন্দ করেন লাখো দর্শক।

কে এই কাফি
নুরুজ্জামান কাফি ২০০১ সালের ১ জুলাই পটুয়াখালীর কুয়াকাটা উপজেলার আজিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকার দারুননাজাত থেকে একাডেমি পড়ালেখা শেষ করে বর্তমানে সরকারি বাঙলা কলেজে ইংরেজি বিষয় নিয়ে পড়ালেখা করছেন। তারা বাবা এ বি এম হাবিবুর রহমান ও মা হাসিনা বেগম, ভাই নুরুল্লাহ আল মামুন।

নুরুজ্জামান কাফির প্রথম বই ‘আছি ছিলাম থাকব’ ২০১৮ সালে বের হয়। তার দ্বিতীয় বই ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের BRTC’
(২০১৯)। ‘অদৃশ্য অসুখ তুমি’ এই লেখকের তৃতীয় বই।

কেন আলোচনায় কাফি
তবে বর্তমানে বইমেলায় তার প্রকাশিত দুটি বইকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচিত তিনি। মেলায় ভক্তদের সন্তুষ্ট করতে গিয়ে সমালোচনার মুখে পড়েন কাফি।

চলতি বইমেলায় নারী ভক্তদের সঙ্গে খুনসুটি, হাত ধরা, ফুল দেওয়াকে কেন্দ্র করে নেটিজেনদের সমালোচনার শিকার হয়েছেন তিনি। এ নিয়ে অনেকেই সমালোচনা করছেন। তাদের মতে, কাফির মতো লেখকদের জন্যই বইমেলার সৌন্দর্য দিন দিন কমে যাচ্ছে।

কাফির বাড়িতে আগুন
নুরুজ্জমান কাফির বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে তার ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘মধ্যরাতে আমার বাড়ির ঘর, রান্না-ঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলছিলাম? যুদ্ধ করেছিলাম এবং করছি। নিরাপত্তা পাইনি।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence