প্রধান বিচারপতির আজ বিদায়ী সংবর্ধনা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ AM , আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ AM
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর আদালতে (প্রধান বিচারপতির এজলাস) এ সংবর্ধনা শুরু হয়েছে।
আগামী ২৭ ডিসেম্বর প্রধান বিচারপতির বয়স ৬৭ বছর পূর্ণ হবে। সংবিধানের বিধান অনুযায়ী ওইদিন তিনি অবসরে যাবেন। তবে, ওই সময় সুপ্রিম কোর্টের অবকাশ ছুটি (২১ থেকে ৩১ ডিসেম্বর অবকাশ) থাকবে। অবকাশ ছুটিতে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ বসে না। যে কারণে এজলাসে প্রধান বিচারপতির আজকেই শেষ বিচারিক কর্মদিবস।
গতকাল বুধবার সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আজ সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষে এর সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এবং অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান প্রধান বিচারপতিকে বিদায়ী সংবর্ধনা দেবেন। গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। তখনকার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের পর ১০ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন সৈয়দ রেফাত আহমেদ।
১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন সৈয়দ রেফাত আহমেদ। বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী সনদ লাভের পর ১৯৮৪ সালে জেলা আদালতে, ১৯৮৬ সালে হাইকোর্টে এবং ২০০২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।