আবারও রিমান্ডে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ PM
জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নিহত ইমরান হাসান হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবুল হাসানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এই আদেশ দেন।
ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জানান, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক ওসি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আমরা রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে শুনানি করি। শুনানি শেষে বিচারক জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতবছরের ১৭ সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার নয়াপাড়ার রোহিঙ্গাশিবির থেকে আবুল হাসানকে গ্রেফতার করা হয়। ১৯ সেপ্টেম্বর সাকিব হাসান নামে এক তরুণ হত্যা মামলায় তার ৭দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এরপর থেকে তিনি জুলাই আন্দোলনে বিভিন্ন মামলায় কারাগারে আছেন।
মামলার অভিযোগ বলা হয়, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানাধীন এলাকায় আন্দোলনে অংশ নেন শিক্ষার্থী ইমরান হাসান। ওই দিন দুপুরে গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে সন্ধ্যার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। এ ঘটনায় গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।