পদ্মা সেতু নির্মাণে এখনো কাটে মোবাইল রিচার্জের টাকা, বন্ধে রিট
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৩:২৮ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০২:২৯ PM
দেশের মোবাইল অপারেটরে ১৯ কোটিরও বেশি গ্রাহক ভয়েস কল ও ইন্টারনেট সেবার জন্য প্রতিনিয়ত মোবাইল রিচার্জ করেন। তবে এই রিচার্জের টাকা থেকে এখনো এক শতাংশ করে কেটে নেওয়া হচ্ছে পদ্মা সেতু নির্মাণে যুক্ত একটি সারচার্জ বাবদ। অথচ সেতুটি উদ্বোধন হয়েছে তিন বছর আগে, ২০২২ সালের ২৫ জুন।২০১৬ সালের মার্চ থেকে মোবাইল ফোনে ব্যবহৃত অর্থের ওপর এক শতাংশ হারে এই সারচার্জ আদায় শুরু হয়। সরকার এর মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ২,৫০০ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছে।
এই আদায় বন্ধে হাইকোর্টে রিট দায়ের করেছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস)। বৃহস্পতিবার (১০ জুলাই) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম আজাদ হোসেন। রিটে বাদী হয়েছেন সিসিএস-এর নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ। আইনজীবী জানিয়েছেন, আগামী সপ্তাহে রিটটির শুনানি হতে পারে।
প্রসঙ্গত, প্রতি ১০০ টাকা রিচার্জে গ্রাহকের কাছ থেকে এখনো ১ টাকা করে কেটে নেওয়া হচ্ছে। পদ্মা সেতু চালুর দীর্ঘ সময় পরও এই সারচার্জ বহাল থাকায় প্রশ্ন তুলছেন ভোক্তারা।