লাখের কাছাকাছি ‘আওয়ামী সন্ত্রাসী’ ভারতে আশ্রয় নিয়েছে: উপদেষ্টা মাহফুজ

০১ এপ্রিল ২০২৫, ০৯:১০ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৫ PM
‘মায়ের ডাক’ আয়োজিত ঈদের শুভেচ্ছা বিনিময় ও মিলনমেলায় বক্তব্য রাখেন তথ্য উপদেষ্টা মাহফজু আলম

‘মায়ের ডাক’ আয়োজিত ঈদের শুভেচ্ছা বিনিময় ও মিলনমেলায় বক্তব্য রাখেন তথ্য উপদেষ্টা মাহফজু আলম © সংগৃহীত

শেখ হাসিনাসহ লাখের কাছাকাছি আওয়ামী লীগের নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। আজ মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁয়ে মানবাধিক সংগঠন ‘মায়ের ডাক’ এর কার্যালয়ে ‘গুম ও খুনের’ শিকার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও মিলনমেলায় এ কথা বলেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, এখনও হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করছেন। ভারত খুবই আনফরচুনেটলি এ হাসিনা ও তার সন্ত্রাসী বাহিনীকে আশ্রয় দিচ্ছে। আমরা শুনতে পেয়েছি- লাখের কাছাকাছি আওয়ামী লীগ সন্ত্রাসী ভারতে আশ্রয় নিয়েছে। গণঅভ্যুত্থানের পক্ষে একটি প্রজন্ম, একটি গোষ্ঠী দাঁড়িয়ে গেছে দাবি করেন তিনি।

মাহফুজ আলম বলেন, এখানে আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশের জনগণের শত্রু। এ ভিন্ন এদের কোনো পরিচয় নেই। এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা মাফিয়া গোষ্ঠী ছিল, এর প্রধান ছিলেন শেখ হাসিনা। যিনি বাবা হত্যার প্রতিশোধ নেওয়ার নামে দেশের জনগণের উপরে ভারতের সহযোগিতায় এ অত্যাচার নিপীড়ন চাপিয়ে দিয়েছিলেন।

কোনোদিন আর আওয়ামী লীগকে এ দেশে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেব না- এটা আমাদের অঙ্গীকার, যোগ করেন তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, আওয়ামী লীগ আমলে ‘গুমের বিভিন্ন তথ্য’ তুলে ধরে এ সরকারের আমলে দায়ীদের বিচারের আওতায় আনা হবে।

মাহফুজ আলম বলেন, গুম ঘরের মতো পুরো বাংলাদেশেই আয়নাঘর ছিল। আমরা আসলে দ্বিতীয়বার স্বাধীন হয়েছি। আমরা আসলেই মুক্ত হয়েছি।

শেখ হাসিনার শাসনামলে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ভিন্নমত ও বিরোধীদের দমনে ‘গুম-খুনের’ মত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। ‘গুম’ হওয়া ব্যক্তিদের ফেরত দেওয়ার দাবিতে গড়ে ওঠে ‘মায়ের ডাক’ নামে এ সংগঠনটি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ‘গুমের’ অভিযোগ তদন্তে একটি কমিশন গঠন করা হয়েছে।

‘গুম’ হওয়া ব্যক্তির সংখ্যা হাজারের উপরে দাবি করে তথ্য উপদেষ্টা বলেন, অধিকাংশ ফ্যামিলি কাউকে খুঁজে পায়নি, গুম কমিশন বলেছে। অনেককে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেকে ভারতের কারাগারে ছিলেন। ওরা এখানেই ছিল, এখান থেকে অনেককে ভারতে পাচার করে দেওয়া হয়েছে।

মাহফুজ আলম বলেন, এমন একটা ব্যবস্থা চালু হয়েছিল, যেটা আসলে একটা যুদ্ধাবস্থার মত। এখানে যারাই রাজনৈতিক বিরোধিতা করেছে তাদের সন্ত্রাসী, জঙ্গি, অগ্নি সন্ত্রাসী, আরও অনেক ট্যাগ দিয়ে গুম করা, তাদের স্বজনদের আতঙ্কগ্রস্ত রাখাটাকে স্বাভাবিক করে তোলা হয়েছিল। এটা এমন ছিল যে ওরা যেহেতু সন্ত্রাসী, ওদেরকে মারাই যায়।

শেখ হাসিনা পুরো দেশের ওপরেই জঙ্গিবাদ চাপিয়ে দিয়েছিলেন বলেও দাবি করেন এই উপদেষ্টা। তিনি বলেন, আমরা বলছি না যে, বাংলাদেশে জঙ্গিবাদ বা মিলিটেন্সি, চরমপন্থার কোনো বাস্তবতা নেই। বাস্তবতা আছে হয়ত। কিছু বাস্তবতা ছিল বিভিন্ন সময়ে ধর্মীয় বা বিভিন্ন উগ্রপন্থা ছিল এবং হয়ত আছেও। এটাকে মোকাবেলার পথ খুবই স্পেসিফিক এবং তার দায়িত্ব স্পেসিফিক লোকদের। কিন্তু হাসিনা এটা দেশের জনগণের ওপরে চাপিয়ে দিয়েছে, দেশের জনগণকেই সন্ত্রাসী জঙ্গি এবং রাষ্ট্রবিরোধী হিসেবে পোট্রেই করা হয়েছিল।

হাসিনার পতন ছাড়া কোনো বিকল্প ছিল না দাবি করে তথ্য উপদেষ্টা বলেন, আমাদের পেছনে যাওয়ার কোনো পথ ছিল না। পথ ছিল একটাই, যে কোনো মূল্যেই হাসিনার পতন। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটানো।

স্কলারশিপে পড়ুন নেদারল্যান্ডসে, আইইএলটিএসে ৬.৫ বা টোফেলে ৯…
  • ১২ জানুয়ারি ২০২৬
শূন্যপদের তিনগুণ প্রার্থীকে ভাইভায় ডাকবে এনটিআরসিএ, ১:১.১০ …
  • ১২ জানুয়ারি ২০২৬
হঠাৎ নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে মির্জা আব্বাস
  • ১২ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় ৬ পিকআপ ও ৩২ ভারতীয় গরুসহ আটক ১
  • ১২ জানুয়ারি ২০২৬
এক আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত
  • ১২ জানুয়ারি ২০২৬
টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9