ধারাবাহিক পড়াশোনার কৌশলে সফল জবির ‘বি’ ইউনিটে তৃতীয় জেবিন মুত্তাকিনা

২৯ মার্চ ২০২৫, ১১:৩১ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:১৭ PM
জেবিন মুত্তাকিনা শিকদার

জেবিন মুত্তাকিনা শিকদার © টিডিসি সম্পাদিত

নীলফামারী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী জেবিন মুত্তাকিনা শিকদার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে (মানবিক বিভাগ) প্রথম শিফটে তৃতীয় স্থান অধিকার করেছেন। ভর্তি পরীক্ষায় নিজের সাফল্যের গল্প নিয়ে মুখোমুখি হয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাসের। তার কথাগুলো শুনেছেন— আমান উল্যাহ আলভী। 

ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে আপনার অনুপ্রেরণা কি ছিল?
আমি তিনটি বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটে পরীক্ষা দিয়েছি এবং আলহামদুলিল্লাহ্ সবগুলোতেই ভর্তির সুযোগ পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ‘বি’ ইউনিটে ১৩৯১তম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটে ২১তম। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটে প্রথম শিফটে তৃতীয় ও ‘ডি’ ইউনিটে ৭৫তম স্থান অর্জন করেছি। 

ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে আমার বাবা মায়ের মুখ আমার জন্য বড় অনুপ্রেরণা ছিল। পরীক্ষা চলাকালীন সময়ে তারা আমাকে সব সময় সাহস জুগিয়েছেন। বাবা মায়ের পরে যার কথা না বললেই নয় তিনি আমার কলেজ শিক্ষক শ্রদ্ধেয় নুরুল করিম স্যার। তার অনুপ্রেরণা ও দিকনির্দেশনা ছাড়া এতদূর আসা সম্ভব হতো না।

প্রস্তুতিকালীন সময়ে কীভাবে পড়ালেখা করতেন?
প্রস্তুতিকালীন নিয়মিত তা বজায় রাখাতাম সবসময়। পরে পড়ব বলে ফেলে রাখতাম না খুব একটা। কোনোদিন খুব বেশি পড়েছি আবার কোনোদিন একদম পড়িনি এমন করতাম না। যতটুকু পড়তাম পুরো মনোযোগ দিয়ে পড়তাম।

আরও পড়ুন: জবির ‘বি’ ইউনিটে প্রথম নুবাহ সিদ্দিকা হতে চান বিচারক

প্রস্তুতি সময়ে অনেক সময় হতাশায় কাজ করে পড়া নিয়ে, এই সময়গুলোতে কীভাবে নিজেকে সামলে উঠতেন? 
যখন হতাশা কাজ করতো তখন নামাজ পরতাম এবং আল্লাহর কাছে খুব কান্না করতাম তাতে অনেকটা স্বস্তি পেতাম। এছাড়াও বাবা-মায়ের কথা ভাবতাম আমার জন্য তাদের পরিশ্রমের কথা ভাবতাম এতে হতাশা ভুলে পড়াশোনায় মনোবল পেতাম। আর আমার নিজের প্রতি বিশ্বাস ছিল, যা আমাকে হতাশাগ্রস্ততা দূর করতে সাহায্য করতো।

পরীক্ষার হলে কীভাবে কৌশল অবলম্বন করে পরীক্ষা দিয়েছেন?
পরীক্ষার হলে কমন বিষয়গুলো আগে উত্তর করেছি এবং একই প্রশ্ন নিয়ে বেশিক্ষণ ভেবে সময় নষ্ট করিনি। এছাড়া না পারা প্রশ্নের জন্য হতাশ না হয়ে বাকিগুলো ভালোভাবে দেয়ার চেষ্টা করেছি।

কোনো বিষয়ে পড়ার ইচ্ছা এবং ভবিষ্যৎ পরিকল্পনা কী? 
আইন নিয়ে পড়ার ইচ্ছা আছে এবং পরবর্তী পরিকল্পনা বিসিএস ক্যাডার হওয়া।

পরবর্তীতে যারা পরীক্ষা দিয়ে তাদের জন্য যদি কিছু বলতেন।
জুনিয়রদের জন্য পরামর্শ তারা যেন সবসময় সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখে নিজেকে বিশ্বাস করে যে সে পারবে। আর পড়াশোনা অল্প করলেও নিয়মিত করতে হবে এবং নিজেকে সময় দিতে হবে শুধু কোচিং বা প্রাইভেটের উপর নির্ভরশীল হওয়া যাবে না, নিজে পড়াশোনা করতে হবে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ
  • ১৬ জানুয়ারি ২০২৬
এবার সংবাদ সম্মেলনের ঘোষণা দিল ইসলামী আন্দোলন
  • ১৬ জানুয়ারি ২০২৬
আলোচনা করতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
  • ১৫ জানুয়ারি ২০২৬
জোটে যেসব আসন পেল এনসিপি
  • ১৫ জানুয়ারি ২০২৬
যেসব আসনে প্রার্থী দিল জামায়াত
  • ১৫ জানুয়ারি ২০২৬
‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটে ইসলামী আন্দোলনের জন্য কয়টি আসন থাক…
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9