বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা

অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ
অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ  © ফাইল ছবি

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকটের বিষয়টি জেনেছি। এ সংকট কীভাবে কাটানো যায় সে বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। দাবি থাকলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

সম্প্রতি দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

আরও পড়ুন: বিশেষ নাকি ৬ষ্ঠ—কোন গণবিজ্ঞপ্তি আগে?

শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নে জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষায় অনেক সংকট। সব সংকট দূর করতেই কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার। হয়তো কিছুটা সময় লাগবে। শিক্ষকদের বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি থাকলে সেটি প্রকাশ করাও হতে পারে। তবে এতে সময় লাগতে পারে।

জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ১৭তম নিবন্ধনের ৩৫ ঊর্ধ্বরা, ১-১২তম নিবন্ধনধারী এবং ১৩-১৪তম নিবন্ধনধারীরা একাধিকবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে এসেছেন। ১-১২তম ও ১৩-১৪তম নিবন্ধনধারীরা লাগাতার কর্মসূচি পালন করেছেন। এর প্রেক্ষিতে বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তাব করে এনটিআরসিএ। এনটিআরসিএ’র প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।


সর্বশেষ সংবাদ