অস্টে স্মার্ট স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন: এক নতুন যুগের সূচনা

অস্টে স্মার্ট স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন
অস্টে স্মার্ট স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন  © টিডিসি ফটো

নারীর স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করা যে কোনো সমাজের উন্নয়নের এক অবিচ্ছেদ্য অংশ। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এবার সেই অগ্রগতির পথে এক যুগান্তকারী পদক্ষেপ নিল আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (AUST)। ক্যাম্পাসে প্রথমবারের মতো স্মার্ট স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে, যা নারীদের জন্য এক অনন্য সহায়ক ব্যবস্থা হিসেবে কাজ করবে।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গার্লস' কমন রুমে স্থাপিত স্মার্ট স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের উদ্বোধন করা হয়। 

এই উদ্যোগটি বাস্তবায়ন করেছে সিভিল ইঞ্জিনিয়ার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ অস্ট (CEAA)। এর মাধ্যমে ক্যাম্পাসের নারী শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা জরুরি সময়ে সহজেই স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারবেন। শুধু স্বাচ্ছন্দ্যই নয়, এটি ব্যক্তিগত গোপনীয়তা ও স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আশরাফুল হক। আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. শারমিন রেজা চৌধুরী, ট্রেজারার; প্রফেসর ড. মো. মাহমুদুর রহমান, ডিন, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং; ড. মো. শাহিদ মামুন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সিভিল ইঞ্জিনিয়ারিং; প্রফেসর ড. মো. শরিফুল ইসলাম, স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাডভাইজরসহ বিশ্ববিদ্যালয়ের আরও অনেক শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।  

এ উদ্যোগের পেছনে রয়েছে শাপলা ওয়েলবিয়িং, যারা নারীদের স্বাস্থ্যসচেতনতা ও সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। মেশিনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে সহজেই ন্যাপকিন সংগ্রহ করতে পারেন।  

এই উদ্যোগটি শুধু প্রযুক্তির উন্নয়ন নয়, বরং নারীর স্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধির এক অনন্য মাইলফলক। জরুরি সময়ে স্যানিটারি ন্যাপকিন না পাওয়ার সমস্যার কারণে অনেক নারী নানা ধরনের অসুবিধার সম্মুখীন হন, যা তাদের দৈনন্দিন জীবন ও শিক্ষায় প্রভাব ফেলে। এই স্মার্ট ভেন্ডিং মেশিন নারীদের জন্য সেই প্রতিবন্ধকতা দূর করবে, পাশাপাশি স্বাস্থ্যসচেতনতার দিগন্ত আরও প্রসারিত করবে।


সর্বশেষ সংবাদ