ওয়্যারলেস চার্জিং বৈদ্যুতিক যান উদ্ভাবন শাবিপ্রবি শিক্ষার্থীদের

ওয়্যারলেস চার্জিং বৈদ্যুতিক যান উদ্ভাবন শাবিপ্রবি শিক্ষার্থীদের
ওয়্যারলেস চার্জিং বৈদ্যুতিক যান উদ্ভাবন শাবিপ্রবি শিক্ষার্থীদের  © সংগৃহীত

ওয়্যারলেস চার্জিং বৈদ্যুতিক যান উদ্ভাবন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের একদল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের মেশিন ল্যাবে এ উদ্ভাবনের পরীক্ষণ সম্পন্ন করেছেন এ দলটির শিক্ষার্থীরা।

রোববার (২৬ নভেম্বর) বিকালে উদ্ভাবনকারী দলের পরিদর্শক এবং পরামর্শক সহযোগী অধ্যাপক ড. ইফতে খাইরুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। দেশে এটাই প্রথম ওয়্যারলেস চার্জিং বৈদ্যুতিক যান বলে দাবি করা হয়েছে বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে।

উদ্ভাবিত প্রজেক্টের দলের সদস্যরা হলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের আন্ডারগ্র্যাজুয়েট সম্পন্ন করা শিক্ষার্থী মো. নাহিদ ইসলাম, মো. কবির হাসান ও আজম জামান এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেজওয়ান জাকারিয়া, মো. রিফাত হোসেন, আবির মাহমুদ, মো. সাজ্জাদ হোসাইন, মো. ইরফান উদ্দিন আহমেদ মেহেদী ও মো. তাওসিফুল আলম।

এছাড়া এ প্রজেক্টের পরিদর্শক এবং পরামর্শক ছিলেন বিভাগটির সহকারী অধ্যাপক নাফিস ইমতিয়াজ রহমান।

উদ্ভাবনকারী দলের পরিদর্শক এবং পরামর্শক ও  সহযোগী অধ্যাপক ইফতে খাইরুল আমিন বলেন, যানটিতে উচ্চ ফ্রিকুয়েন্সি সম্বলিত ইনভার্টার টেকনোলজি, ব্যাটারি ম্যানেজমেন্টে সিস্টেম, ভোল্টেজ নিয়ন্ত্রক ব্যবস্থা, কিলো হার্জ রেঞ্জ রেজন্যান্ট কাপলিং, সিরিজ সিরিজ কম্পেন্সেটিং নেটওয়ার্ক, ভুল সংযোগ প্রতিরোধী টেকনিক, প্রোটেকশনের ব্যবস্থাসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তির বিশেষত্ব রয়েছে।

তিনি বলেন, এই যানটিতে ৪০ শতাংশেরও বেশি কার্যদক্ষতা রয়েছে। যানটি উদ্ভাবনের পর শিক্ষার্থীরা এই যান চালিয়ে পরীক্ষা করে দেখেন। এটি তারা সফলভাবে চালাতে সক্ষম হন।

ড. ইফতে খাইরুল আরও বলেন, আমাদের দেশে এখনো ওয়্যারলেস বৈদ্যুতিক যানের ব্যবহার শুরু হয়নি। তবে উন্নত বিশ্বে এটির ব্যবহার আছে। অদূর ভবিষ্যতে এ যান এর ব্যবহার বাংলাদেশে শুরু হতে পারে। তখন আমাদের উদ্ভাবন দেশের ভিতরে আরো প্রসারতা বৃদ্ধি পাবে বলে মনে করছি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence