বিচারের দীর্ঘসূত্রিতা পরিহারের দাবি ঢাকা কলেজ শিক্ষার্থীদের

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ঢাকা কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন
ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ঢাকা কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন  © টিডিসি ফটো

সম্প্রতি সারাদেশে আশঙ্কাজনকহারে ধর্ষণ, নারী-শিশুর প্রতি নীপিড়ন, সহিংসতাসহ সামাজিক অনাচারের বিরুদ্ধে এবং নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে বর্বরোচিত নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

আজ বুধবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কলেজের প্রধান ফটকের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাসহ বিচার সম্পাদনে দীর্ঘসূত্রিতা পরিহারের দাবি জানান।

ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুস শাহাদাত সাকিব বলেন, ‘করোনার কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও সামাজিক দায়বদ্ধতা থেকেই এই প্রতিবাদ। আমরা চাই ধর্ষকের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।’

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেন। শান্তিপূর্ণ এই মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীদের সাথে পথচারীরাও অংশ নেন।


সর্বশেষ সংবাদ