জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষে ভর্তির ১ম রিলিজ স্লিপে আবেদন শুরু ১১ ডিসেম্বর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের প্রথম রিলিজ স্লিপে অনলাইন আবেদন আগামী ১১ ডিসেম্বর বিকেল ৪টা থেকে শুরু হয়ে ১৭ ডিসেম্বর ২০২৫ রাত ১২টা পর্যন্ত চলবে। ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions থেকে আবেদন করা যাবে।
এতে আবেদন করতে পারবেন যেসব শিক্ষার্থী যারা মেধা তালিকায় স্থান পাননি, মেধা তালিকায় স্থান পেলেও ভর্তি হয়নি, অথবা ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছেন।
তবে যেসব শিক্ষার্থীর প্রাথমিক আবেদন কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়নি, তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। এ ছাড়া পূর্ববর্তী ভর্তি বাতিল করে রিলিজ স্লিপে আবেদন করতে চাইলে ১৫ ডিসেম্বরের মধ্যে ভর্তি বাতিল করতে হবে।
আবেদনকারীরা ওয়েবসাইটে লগইন করে কলেজ ও কোর্স পছন্দক্রম অনুযায়ী নির্বাচন করে রিলিজ স্লিপ ফরম পূরণ করতে পারবেন। ফরমটি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে, তবে এটি কলেজে জমা দিতে হবে না এবং কোনো ফি প্রদান করতে হবে না। রিলিজ স্লিপের আবেদন কলেজ কর্তৃপক্ষকে অনলাইনে নিশ্চয়ন করতে হবে না।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে পাওয়া যাবে।