নাশকতার পরিকল্পনা

সংবাদ প্রকাশের পর হালনাগাদ হলো আনোয়ারা সরকারি কলেজের ওয়েবসাইট

আনোয়ারা সরকারি কলেজের ওয়েবসাইট
আনোয়ারা সরকারি কলেজের ওয়েবসাইট  © সংগৃহীত

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আনোয়ারা সরকারি কলেজের ওয়েবসাইট হালনাগাদ করেছে কলেজ কর্তৃপক্ষ। আগে যেখানে কলেজের পরিচিতি অংশে দিনাজপুর সরকারি কলেজের ছবি প্রদর্শিত হচ্ছিল, সেটি এখন পরিবর্তন করে আনোয়ারা সরকারি কলেজের নিজস্ব ভবনের ছবি সংযোজন করা হয়েছে।

ওয়েবসাইটে এখন প্রবেশ করলে ‘কলেজের পরিচিতি’ অংশে দেখা যায় আনোয়ারা সরকারি কলেজের মূল ভবন ও ক্যাম্পাসের ছবি যুক্ত হয়েছে। একই সঙ্গে কলেজের ইতিহাস, শিক্ষক-শিক্ষার্থীর সংখ্যা এবং প্রশাসনিক তথ্যও হালনাগাদ করা হয়েছে। তবে কিছু তথ্যের এখনো ঘাটতি রয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। খুব শিগগিরই তা-ও হালনাগাত করা হবে। 

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা সরকারি কলেজের উপাধ্যক্ষ রিদওয়ানুল হক বলেন, ‘সংবাদ প্রকাশের পর আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখি। সঙ্গে সঙ্গে ওয়েবসাইট পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে সঠিক ছবি ও তথ্য সংযোজন করেছি। এখন ওয়েবসাইটে আনোয়ারা সরকারি কলেজের আসল ছবি ও হালনাগাদ তথ্য যুক্ত করা হয়েছে।’

আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রুহুল আমীন বলেন,  ‘আমাদের ওয়েবসাইটে ভুল ছবি থাকা আমাদেরও বিব্রত করেছে। আমরা ভবিষ্যতে এমন ত্রুটি যাতে না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকব।’

ওয়েবসাইট হালনাগাদ হওয়ায় শিক্ষার্থীদের মধ্যেও স্বস্তি দেখা গেছে। কলেজের শিক্ষার্থী আরমান সাঈদ মাহিম  বলেন, ‘এখন ওয়েবসাইটে ঢুকলে নিজের কলেজের ছবিটাই দেখা যাচ্ছে। সংবাদ প্রকাশের পর আমি বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে অবহিত করেছিলাম। এত দ্রুত সংশোধন করায় আমরা খুশি।’

আরেক শিক্ষার্থী মাহবুব সিকদার বলেন, ‘সংবাদমাধ্যম বিষয়টি না তুললে হয়তো অনেক দিন এই ভুলটা কেউ টেরই পেত না। সাংবাদিকদের ধন্যবাদ জানাই।’

স্থানীয় সচেতন মহল বলছেন, সংবাদমাধ্যমের দায়িত্বশীল ভূমিকাতেই দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে কলেজ কর্তৃপক্ষ। আনোয়ারার বাসিন্দা ও প্রাক্তন ছাত্র কামরুল ইসলাম বলেন, ‘একটা ছোট ভুল সংশোধন হলেও এর প্রতিফলন বড়। এতে বোঝা যায়, গণমাধ্যম যদি ইতিবাচকভাবে কাজ করে, প্রশাসনও তাৎক্ষণিক সাড়া দেয়।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence