সাময়িক স্থগিতের পর আবারও ভোট গণনা শুরু

১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৮ PM , আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ PM
নির্বাচন কমিশনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

নির্বাচন কমিশনের সামনে শিক্ষার্থীদের অবস্থান © টিডিসি ফটো

সাময়িক স্থগিতের পর আবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। একই সাথে ম্যানুয়াল পদ্ধতিতেই ভোট গণনা হবে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় ২৫ ঘণ্টা পর আজ বিকাল ৫টার দিকে ভোট গণনা স্থগিত করা হয়। পরে জরুরি সভায় মিলিত হন নির্বাচনী কর্মকর্তারা। পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে উভয় পক্ষই আলোচনায় যুক্ত হন। সংশ্লিষ্ট সকলকে অনুগ্রহ করে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হয় এবং যথাসময়ে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়।

উল্লেখ্য, জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। ভোট পড়েছে ৬৭ থেকে ৬৮ শতাংশ। ভোটগ্রহণ শেষ হলেও বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব একেএম রাশিদুল আলম সাংবাদিকদের বলেন, আজ যে লোকবল আছে, তাতে আমরা হয়তো বিকেল নাগাদ হলের ভোট গণনার হিসাব শেষ করতে পারব এবং রাত ১০ থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা সম্পন্ন করে বেসরকারিভাবে ফল প্রকাশ করতে পারব বলে গণমাধ্যমকে জানান।

ট্যাগ: জাকসু
রংপুরকে হারিয়ে দলজুড়ে বোনাস ঘোষণা রাজশাহীর
  • ০২ জানুয়ারি ২০২৬
চবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসন…
  • ০২ জানুয়ারি ২০২৬
এনইআইআর চালুর পর চাঞ্চল্য: অজান্তেই এনআইডি দিয়ে ডজন ডজন মোব…
  • ০২ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান
  • ০২ জানুয়ারি ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি…
  • ০২ জানুয়ারি ২০২৬
যশোর রেজিস্ট্রি অফিসে রহস্যজনক আগুন: পুড়ে ছাই ৩০০ বছরের নথি
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!