বরিশাল বিএম কলেজ

পরিবহন সংকট নিরসনসহ পাঁচ দফা দাবীতে বিক্ষোভ

০৯ এপ্রিল ২০১৯, ০৮:১০ PM
বরিশাল বিএম কলেজে।

বরিশাল বিএম কলেজে। © সংগৃহীত

বরিশাল বিএম কলেজে পরিবহন সংকট নিরসনসহ পাঁচ দফা দাবীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজের সামনে থেকে এ বিক্ষোভ কর্মসূচী শুরু হয়। পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

বিক্ষোভ কর্মসূচী শেষে কলেজের অধ্যক্ষের কাছে দাবী সমূহ বাস্তবায়নের লক্ষে স্মারকলিপি প্রদান করা হয়।

ছাত্র মৈত্রীর সভাপতি জয় চক্রবর্তী জানান, লাহারহাট, বাকেরগঞ্জ, ঝালকাঠি, বানারীপাড়া, বাবুগঞ্জ, মুলাদী, হিজলা, উজিরপুর, গৌরনদী ও আগৈলঝাড়া এসব রুটে গুলোতে অনতিবিলম্বে ১০টি বাস দিতে হবে। নিজস্ব বাস আসতে যদি সময় প্রয়োজন হয় তাহলে সে পর্যন্ত ভিন্ন বা বিআরটিসি বাসের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ফিটনেস বিহীন বাস বাতিল করে সকল রুটে নতুন বাস দেওয়া সহ আরো দাবী জানান এ ছাত্র নেতা। এছাড়া বাস ছাড়ার সময়ের পরিবর্তনের ব্যাপারেও দাবী করা হয়।

বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নূর নীরব, লোকমান হোসেন, অন্বেশা দাস প্রমি প্রমুখ। পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। তবে, তাদের দাবির আদায়ের ব্যাপারে পরবর্তী কোন কর্মসূচীর ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

উপজেলা থেকেই ডিজিটাল অর্থনীতির ভিত্তি গড়তে হবে: ফয়েজ আহমদ
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচন-গণভোট নিয়ে সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রধান উপদেষ্টার …
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলের আদর্শ পরিপন্থী কার্যকলাপে বহিষ্কৃত দুই নেতাকে ফেরাল বি…
  • ২৬ জানুয়ারি ২০২৬
কুবির শিক্ষার্থীদের জন্য যুক্ত হচ্ছে ৩টি নতুন নীল বাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
নিঃশর্ত ক্ষমা চাইলেন ডাকসু সদস্য সর্ব মিত্র চাকমা
  • ২৬ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় বাংলাদেশ রাউন্ডে চ্যাম্প…
  • ২৬ জানুয়ারি ২০২৬