টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আবুল কাশেম

উপাচার্য আবুল কাশেম
উপাচার্য আবুল কাশেম  © টিডিসি ফটো

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক মোঃ আবুল কাশেম। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আব্দুল হামিদ আগামী চার বছরের জন্য তাকে বুটেক্সের ভিসি হিসেবে দায়িত্ব দিয়েছেন। সোমবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। সোমবার সন্ধ্যায় বুটেক্সের জনসংযোগ দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

জনসংযোগ দপ্তর সূত্র জানা যায়, বুটেক্সের তৃতীয় ভিসি হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক মোঃ আবুল কাশেম। তিনি অধ্যাপক ইঞ্জি. মাস্উদ আহ্মদের স্থলাভিষিক্ত হলেন। অধ্যাপক মোঃ আবুল কাশেম ১৯৭৮ সালে কলেজ অব টেক্সটাইল টেকনোলজির বিএসসি ইঞ্জিনিয়ারিং-এর প্রথম ব্যাচের ছাত্র। গ্রাজুয়েশন শেষ করে ১৯৮৩ সালে সাবেক কলেজ অব টেক্সটাইল টেকনোলজিতে টেকনিক্যাল বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন তিনি। তিন বছর পর ১৯৮৬ সালে উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য তিনি যুক্তরাজ্যে যান। ২ বছর পর ১৯৮৮ সালে যুক্তরাজ্য থেকে এমএসসি ডিগ্রী অর্জন শেষে তিনি দেশে ফিরে কাজে যোগ দেন।

১৯৯৩ সালে কলেজ অব টেক্সটাইল টেকনোলজির প্রধান ইনস্ট্রাকটর পদে পদোন্নতি লাভ করেন অধ্যাপক মোঃ আবুল কাশেম। এর প্রায় ৮ বছর পর ২০০১ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন তিনি। ২০০৭ সালে সরকার তাকে অধ্যাপক পদে পদোন্নতি দেন। একই বছর তিনি কলেজ অব টেক্সটাইল টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

২০০৯ সালে আওয়ামীলীগ সরকার অধ্যাপক মোঃ আবুল কাশেমকে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেন। ২০১৪ সাল পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে তিনি কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ের মধ্যে ২০১১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেন তিনি।

দায়িত্ব গ্রহণ করেই বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন ভিসি অধ্যাপক মোঃ আবুল কাশেম। স্বল্প সময়ের মধ্যে চলমান উন্নয়ন প্রকল্প শেষ করে নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য তিনি সর্বদা সচেস্ট থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


সর্বশেষ সংবাদ