দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা এখন ১৯২ পৌঁছেছে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে দুইজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানা যায়, গত একদিনে নতুন করে ৮৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে সর্বোচ্চ ১৬৬ জন রোগী ভর্তি হয়েছেন। ঢাকার অন্যান্য এলাকার হাসপাতালগুলোতে ১৬৪ জন নতুন রোগী ভর্তি হয়েছে। একই সময়কালেই ৬৫৮ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
আরও পড়ুন: ডিসেম্বরে হচ্ছে না অমর একুশে বইমেলা
বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪৬ হাজার ৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৬০.৫% পুরুষ ও ৩৯.৫% নারী। চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি দেখা গেছে। সেপ্টেম্বর মাসে ডেঙ্গুজনিত মৃত্যু দ্রুত বেড়েছে; ২১ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে। এর আগে ১১ সেপ্টেম্বর ৬ জনের মৃত্যু হয়েছিল। সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত ৭০ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে, যা বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ। জুলাই মাসে এই সংখ্যা ছিল ৪১।
২০০০ সালে ডেঙ্গু মূলত রাজধানীতে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন তা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত বছর থেকে ঢাকার বাইরে ডেঙ্গু দ্রুত বৃদ্ধি পেয়েছে। চলতি বছরে ঢাকার বাইরের আক্রান্তের সংখ্যা ৩০,৮৫৪ এবং ঢাকায় আক্রান্তের সংখ্যা ১০,৯৭৭।
ঢাকার দুই সিটি করপোরেশনে মশা নিয়ন্ত্রণে কিছু উদ্যোগ থাকলেও দেশের অন্যান্য স্থানে এর অভাব লক্ষণীয়। বিশেষ করে ঢাকার বাইরে বেশির ভাগ এলাকায় মশা নিয়ন্ত্রণ কার্যক্রম প্রায় নেই। পাশাপাশি ডেঙ্গু চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা ঢাকার বাইরের এলাকাগুলোতে গড়ে ওঠেনি।