সেপ্টেম্বর থেকে ৫ কোটি শিশুকে দেওয়া হবে টাইফয়েডের টিকা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো সারাদেশব্যাপী টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর থেকে। এতে দেশের ৯ মাস থেকে ১৬ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে এক ডোজ বিনামূল্যের টিকা দেওয়া হবে, যা দীর্ঘমেয়াদী সুরক্ষা দেবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বড় ভূমিকা রাখবে।

টিকার জন্য নিবন্ধন শুরু হয়েছে ১ আগস্ট থেকে vaxepi.gov.bd/registration/tcv ওয়েবসাইটে। নিবন্ধনের জন্য ১৭ সংখ্যার জন্মনিবন্ধন নম্বর লাগবে। জন্মনিবন্ধন না থাকলে অভিভাবকের মোবাইল নম্বর দিয়েও নিবন্ধন করা যাবে।

ইপিআই কর্মসূচির ব্যবস্থাপক আবুল ফজল মো. শহাবউদ্দিন খান জানান, টিকাদান দুই ধাপে হবে। প্রথম ধাপে সেপ্টেম্বরের প্রথম ১০ কর্মদিবসে স্কুলভিত্তিক ক্যাম্পে টিকা দেওয়া হবে। দ্বিতীয় ধাপে বাদ পড়া শিশুদের জন্য পরবর্তী ৮ দিনে ইপিআই কেন্দ্রে টিকা দেওয়া হবে।

এক ডোজ ইনজেকশন টাইপের এই টিকা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে। গাভি ভ্যাকসিন অ্যালায়েন্স এ টিকা সরবরাহ করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, টাইফয়েড ব্যাকটেরিয়ার কারণে হয় এবং সাধারণত দূষিত খাবার বা পানি খাওয়ার মাধ্যমে ছড়ায়। রোগের লক্ষণগুলোর মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী জ্বর, মাথাব্যথা, বমিভাব, ক্ষুধামান্দ্য, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া। প্রতিবছর বিশ্বে প্রায় ৯০ লাখ মানুষ আক্রান্ত হয় এবং ১ লাখ ১০ হাজার মানুষ মারা যায়।

বিশেষজ্ঞরা বলছেন, টিকা নিরাপদ এবং ইতিমধ্যেই বিশ্বের বহু দেশে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশেও পাইলট প্রকল্পে সফলভাবে দেওয়া হয়েছে। আগে শুধু বেসরকারি খাতে অর্থ দিয়ে পাওয়া যেত, এবার সরকার বিনামূল্যে দেবে। বড় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, টাইফয়েড নিয়ন্ত্রণে শুধু টিকা নয়, পাশাপাশি নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন, স্বাস্থ্য শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নও জরুরি।


সর্বশেষ সংবাদ