২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯৪, মৃত্যু কত?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৬:০৩ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৮:০৩ PM
গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪০৯ জন। আজ মারা যায় ৩ জন। সোমবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গতকাল ডেঙ্গুতে আক্রান্ত ৪০৯ জন আর মৃত্যুবরণ করেন ৩ জন।
আরও পড়ুন: নির্বাচনে ৬০ হাজার সেনা সদস্য কাজ করবে: প্রেস সচিব
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৯৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ২ জন। চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৯২৩ জনে, আর মৃত্যু হয়েছে ৭৮ জনের।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টার আক্রান্তদের লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে—ডেঙ্গু রোগীদের মধ্যে ৩৯.৩ শতাংশ নারী এবং ৬০.৭ শতাংশ পুরুষ।
বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির মৌসুমে মশার প্রজননক্ষেত্র বেড়ে যাওয়ায় ডেঙ্গুর ঝুঁকিও বাড়ছে। এ সময় ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি করা জরুরি বলে মত দিয়েছেন তারা।