সেবার আলো ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা হাজারো মানুষের

সেবার আলো ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প
সেবার আলো ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প  © টিডিসি ফটো


পাবনার চাটমোহরে সেবার আলো ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পান হাজারো দুস্থ অসহায় মানুষ। ফ্রি মেডিকেল ক্যাম্পে দেশের বিভিন্ন হাসপাতালের পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট টিম চিকিৎসা এবং পরামর্শ দেন। সোমবার (৯ জুন) উপজেলার কাটেঙ্গা পুরাতন বাজারে  দিনব্যাপী অনুষ্ঠিত এই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পান হাজারো দুস্থ অসহায় মানুষ।

ডায়াবেটিস ও মেডিসিন, স্ত্রীরোগ প্রসূতি ও বন্ধ্যাত্ব, নাক কান ও গলা, চর্ম যৌন ও মেডিসিন এবং ডেন্টিস্ট বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের চিকিৎসা দেন। এছাড়া ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা এবং গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হয়। 

হাতের নাগালে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে খুশি সাধারণ মানুষ। যুব সমাজের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন তারা। আগামীতে এমন ফ্রি মেডিকেল ক্যাম্পের আরো প্রত্যাশা তাদের। 

আরও পড়ুন: আজ যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও পরামর্শ দিতে পেরে খুশি চিকিৎসকরাও। ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোঃ আলমগীর হোসেন বলেন, গ্রামের সাধারণ মানুষের কথা ভেবে এমন ফ্রি মেডিকেল ক্যাম্পের নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এখানে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা ও পরামর্শ দিতে পেরে আমরা খুশি। এমন আয়োজন আরো ছড়িয়ে দেয়া দরকার। যাতে আরো বেশি অসহায় দুঃস্থ মানুষ এমন চিকিৎসা পায়। 

সেবার আলো ফাউন্ডেশন এর সভাপতি সামীনুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সবুজ বলেন, আমাদের সংগঠনটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সেবায় বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন। আমাদের উদ্দেশ্য প্রত্যন্ত এলাকার চিকিৎসা বঞ্চিত মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। এক হাজারের অধিক মানুষকে আমরা ফ্রি চিকিৎসা ও ওষুধ দিয়েছি। আগামীতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা করছি। 
ক্যাপশন: ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সোমবার সকালে পাবনার চাটমোহর উপজেলার কাটেঙ্গা পুরান বাজার এলাকায়।


সর্বশেষ সংবাদ