বিনা মূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতে অতিরিক্ত ৪ হাজার কোটি টাকা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

জাতীয় উন্নয়নে স্বাস্থ্য খাতের গুরুত্ব বিবেচনায় ২০২৫-২৬ অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৪১ হাজার ৯০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। একইসঙ্গে ২০৩০ সালের মধ্যে সকল নাগরিককে সার্বজনীন স্বাস্থ্যসেবার আওতায় আনতে সেবার পরিধি বৃদ্ধির কথাসহ বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতে অতিরিক্ত ৪ হাজার ১৬৬ কোটি টাকা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২ জুন) বিকেলে বাজেট প্রস্তাব ঘোষণায় এ সব তথ্য জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ২০৩০ সালের মধ্যে সকল নাগরিককে সার্বজনীন স্বাস্থ্যসেবার আওতায় আনতে সেবার পরিধি বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন ও দক্ষ জনবল নিয়োগে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতের শূন্য পদ পূরণে চিকিৎসক, সেবিকা, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট ও স্বাস্থ্য সহকারীদের নিয়োগ ত্বরান্বিত করা হয়েছে। একইসঙ্গে প্রয়োজনীয় পদ সৃষ্টির সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আগামী অর্থবছরে তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে অতিরিক্ত ৪ হাজার ১৬৬ কোটি টাকা এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন: ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মতামত দিয়েছে সব রাজনৈতিক দল : সালাহউদ্দিন আহমেদ

অর্থ উপদেষ্টা বলেন, ২০৩০ সালের মধ্যে সকল নাগরিককে সার্বজনীন স্বাস্থ্যসেবার আওতায় আনতে সেবার পরিধি বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং দক্ষ জনবল নিয়োগে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতের শূন্য পদ পূরণের জন্য চিকিৎসক, সেবিকা, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট এবং স্বাস্থ্য সহকারী নিয়োগের প্রক্রিয়া ত্বরান্বিত করা হয়েছে। একইসঙ্গে, প্রয়োজনীয় পদ সৃষ্টির জন্য একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এছাড়া, তিনি দরিদ্র জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আগামী অর্থবছরে তাদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে অতিরিক্ত ৪ হাজার ১৬৬ কোটি টাকা এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!